গ্রিনসিটি প্রকল্পের অধীনে ঝালদা দুই নম্বর ওয়ার্ড এই কাজের সূচনা হয়ে গিয়েছে। প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে ৪৫০ টি এলইডি লাইট লাগান হবে ঝালদা পৌর শহরে। এ বিষয়ে ঝালদা পৌরসভার পুরপ্রধান সুরেশ আগরওয়াল জানান, দুর্গাপুজোর আগেই ঝালদা শহরকে আলোয় আলোকিত করতে ১ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে গ্রিনসিটি প্রকল্পে প্রায় ৪৫০-টি আধুনিক এলইডি পথবাতি বসান হবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়।
advertisement
আরও পড়ুন: ৯ কোটি টাকার সেতু ৯ বছর ধরে মাঝপথে! ভেলায় নদী পারাপার ৩ বিধানসভার বাসিন্দাদের
দুর্গাপুজোর সময় ঝালদায় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় করেন। এই আলো লাগানোয় তারা অনেকটাই উপকৃত হবেন।এ বিষয়ে এলাকার এক বাসিন্দা ভোলানাথ মিশ্র বলেন, “ঝালদা পৌরসভার এই পদক্ষেপে আমরা খুবই খুশি। শহর আলোকিত হলে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই শহরের সৌন্দর্যও বাড়বে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঝালদা, পুরুলিয়া জেলার অন্যতম শহর। এখানে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে গোটা বছরই লেগে থাকে পর্যটকদের আনাগোনা। ফলে পুজোর আগে ঝালদা পৌর শহরকে আলোয় আলোকিত করে তুলতে এই উদ্যোগে বেশ খুশি শহরবাসীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি