TRENDING:

Jagadhatri Puja : জগদ্ধাত্রী পুজোয় চমক দিতে প্রস্তুত পুরুলিয়াও, ১৪ ফুটের প্রতিমা দেখলে তাকিয়ে থাকবেন! এখানে বিসর্জন আরও স্পেশাল

Last Updated:

Jagadhatri Puja : পুরুলিয়া জেলার অন্যতম ও বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজোগুলোর মধ্যে অন্যতম হল আদ্রার প্রগতি ক্লাবের জগদ্ধাত্রী পুজো। দীর্ঘ চার দশকের ঐতিহ্য বহন করে চলেছে এই পুজো। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার অন্যতম ও বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে অন্যতম হল আদ্রার প্রগতি ক্লাবের জগদ্ধাত্রী পুজো। এবছর এই পুজো পদার্পণ করতে চলেছে ৪২ তম বর্ষে। দীর্ঘ চার দশকের ঐতিহ্য বহন করে চলা এই পুজো আজও স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তের দর্শনার্থীদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু। বরাবরের মতই এবছরও এই পুজোতে থাকছে সাবেকিয়ানার ছোঁয়া।
advertisement

পুজোর অন্যতম প্রধান আকর্ষণ, ১৪ ফুট উচ্চতার মহামায়া জগদ্ধাত্রী প্রতিমা, যা গড়ে উঠছে অসাধারণ শৈল্পিক নিপুণতায়। একইসঙ্গে ঐতিহ্যবাহী সাবেকিয়ানা মণ্ডপ নির্মাণের কাজও চলছে জোরকদমে, যেখানে প্রতিটি খুঁটিনাটি সাজান হচ্ছে গভীর যত্নে ও নান্দনিকতার ছোঁয়ায়।এবারের পুজোর মোট বাজেট প্রায় ৬ লক্ষ টাকা।

আরও পড়ুন : পাহাড়ে ভক্তির ঢেউ! দার্জিলিং, কালিম্পংয়ে ছট পুজোয় বিশেষ ব্যবস্থা! কীভাবে সূর্যদেবকে অর্ঘ্য দিলেন ব্রতীরা, দেখুন

advertisement

যা পুরুলিয়া জেলার অন্যতম বৃহৎ জগদ্ধাত্রী পুজো হিসেবে প্রগতি ক্লাবের নামকে আরও উজ্জ্বল করেছে। পুজোর আরেক বিশেষ আকর্ষণ হল প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। নজর কাড়া বর্ণাঢ্য আলোকসজ্জা, ঢাকের তালে তালে উচ্ছ্বাসে ভরপুর এই শোভাযাত্রা দেখতে প্রতিবছর হাজারও মানুষ ভিড় জমান রেলশহর আদ্রায়।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কোনও মনীষী নয়, এক সাধারণ চাওয়ালার নামে বিখ্যাত পটাশপুরের এই মোড়!
আরও দেখুন

জানা যায় এই নিরঞ্জনের শোভাযাত্রায় নবদ্বীপ থেকে আনা হয় বিশেষ দল, যাদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে নিরঞ্জনের শোভাযাত্রা। পুজোর দিনগুলিতে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাবেকিয়ানার আবহে প্রগতি ক্লাব প্রাঙ্গণ হয়ে ওঠে এক উৎসবমুখর মিলনক্ষেত্র। যেখানে ঐতিহ্য, শিল্প আর আনন্দের মেলবন্ধনে জেগে ওঠে মহামায়ার মহিমা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja : জগদ্ধাত্রী পুজোয় চমক দিতে প্রস্তুত পুরুলিয়াও, ১৪ ফুটের প্রতিমা দেখলে তাকিয়ে থাকবেন! এখানে বিসর্জন আরও স্পেশাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল