পুজোর অন্যতম প্রধান আকর্ষণ, ১৪ ফুট উচ্চতার মহামায়া জগদ্ধাত্রী প্রতিমা, যা গড়ে উঠছে অসাধারণ শৈল্পিক নিপুণতায়। একইসঙ্গে ঐতিহ্যবাহী সাবেকিয়ানা মণ্ডপ নির্মাণের কাজও চলছে জোরকদমে, যেখানে প্রতিটি খুঁটিনাটি সাজান হচ্ছে গভীর যত্নে ও নান্দনিকতার ছোঁয়ায়।এবারের পুজোর মোট বাজেট প্রায় ৬ লক্ষ টাকা।
advertisement
যা পুরুলিয়া জেলার অন্যতম বৃহৎ জগদ্ধাত্রী পুজো হিসেবে প্রগতি ক্লাবের নামকে আরও উজ্জ্বল করেছে। পুজোর আরেক বিশেষ আকর্ষণ হল প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। নজর কাড়া বর্ণাঢ্য আলোকসজ্জা, ঢাকের তালে তালে উচ্ছ্বাসে ভরপুর এই শোভাযাত্রা দেখতে প্রতিবছর হাজারও মানুষ ভিড় জমান রেলশহর আদ্রায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যায় এই নিরঞ্জনের শোভাযাত্রায় নবদ্বীপ থেকে আনা হয় বিশেষ দল, যাদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে নিরঞ্জনের শোভাযাত্রা। পুজোর দিনগুলিতে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাবেকিয়ানার আবহে প্রগতি ক্লাব প্রাঙ্গণ হয়ে ওঠে এক উৎসবমুখর মিলনক্ষেত্র। যেখানে ঐতিহ্য, শিল্প আর আনন্দের মেলবন্ধনে জেগে ওঠে মহামায়ার মহিমা।





