অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বিদ্যালয়ের হস্টেলের ছাত্রীদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিল প্রধান শিক্ষক ভাস্কর মাহাতো। কিন্তু ভয়ে ছাত্রীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুখ খোলেনি । হস্টেলের বেশ কয়েকজন ছাত্রী বিগত কয়েকদিন আগেই বাড়ি ফিরে ঘটনার কথা অভিভাবকদের জানায়। তার পরেই অভিভাবকেরা সরব হন। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই পুলিশের দ্বারস্থ হন অভিভাবকেরা। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি করেন তারা।
advertisement
অভিভাবক মনিকা শবর বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ভাস্কর মাহাতো ছাত্রীদের উপর শারীরিক অত্যাচার চালাত। এমনকি তাদের হুমকি দেওয়া হত, কাউকে কিছু জানালে স্কুল ও হস্টেল থেকে বার করে দেওয়া হবে। এই ভয়ে এতদিন চুপ ছিল ছাত্রীরা। কিন্তু এবার সত্যি সামনে আসাতে তারা পুলিশের দারস্ত হয়েছেন। অভিযুক্ত প্রধান শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
সোমবার সন্ধ্যায় এলাকার স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা তুমুল বিক্ষোভ শুরু করে। ঘটনার খবর পাওয়ার পর মানবাজারের এসডিপিও-সহ মানবাজার মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে যান। অভিভাবকদের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।