গত ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত মালদা টাউন হলে এই প্রতিযোগিতাটি চলে। পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন ও ওয়েস্টবেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। আর সেখানেই অংশ নিয়েছিলেন টুম্পা দাস। পুরুলিয়া ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবাদুল হক হালদার জানান, টুম্পা দাস তাদের কাছেই দীর্ঘদিন অনুশীলন করেছেন। তারপরই গত ৮ এপ্রিল এই প্রতিযোগিতায় সে অংশ নেয়। যোগার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ থাকা সম্ভব। তাই তিনি অন্যান্যদেরও যোগা শেখার অনুরোধ জানান। তাদের ছাত্রী টুম্পা দাসকে অভিনন্দন জানান তিনি।
advertisement
যোগা অনুশীলনের মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। নিয়মিত যারা যোগা অনুশীলন করেন তারা অনেকখানি শারীরিকভাবে স্ট্রং থাকেন। আর এবারে যোগা প্রতিযোগিতার মধ্যে দিয়ে জেলার নাম উজ্জ্বল করল পুরুলিয়া টুম্পা। এ বিষয়ে টুম্পা দাস জানান, এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তার ভীষণই ভালো লেগেছে। তিনি ওখান থেকে মনোনয়নপত্র পেয়েছেন। আগামী দিনে আরও বড় কিছু করার পরিকল্পনা রয়েছে তার।
শর্মিষ্ঠা ব্যানার্জি