ডায়মন্ডহারবার এফসির স্বপ্নের উড়ান, আইলিগে পৌছে এবার টার্গেট আইএসএল, শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Diamond Harbour FC: ইচ্ছে ও জেদ থাকলে যে কয়েক বছরের কঠোর পরিশ্রনেই স্বপ্ন ছোঁয়া যায় তা প্রমাণ করে দিল কলকাতা ময়দানে নতুন ফুটবল শক্তি হিসেবে উঠে আসা ডায়মন্ডহারবার এফসি।
কলকাতা: ইচ্ছে ও জেদ থাকলে যে কয়েক বছরের কঠোর পরিশ্রনেই স্বপ্ন ছোঁয়া যায় তা প্রমাণ করে দিল কলকাতা ময়দানে নতুন ফুটবল শক্তি হিসেবে উঠে আসা ডায়মন্ডহারবার এফসি। আবির্ভাব লগ্ন থেকেই সাফল্যের সিঁড়িতে একের পর এক ধাপ উঠে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। এবার আইলিগে খেলার যোগ্যতাও অর্জন করে ফেলল ডিএইতএফসি।
কলকাতা ফার্স্ট ডিভিশন থেকে সুপার ডিভিশন, আইলিগ ৩ ও ২ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার আইলিগ টু-তেও বড় সাফল্য পেলে ডায়মন্ডহারবার এফসি। আইলিগে যোগ্যতা অর্জন করার পর ক্লাবকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভূয়সী প্রশংসা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,”এটি একটি অসাধারণ গর্ব এবং আনন্দের মুহূর্ত। শুধু আমার জন্য নয়, বরং DIAMOND HARBOUR FOOTBALL CLUB পরিবারে প্রতিটি সদস্য এবং সমর্থকের জন্যও। আই-লিগে যোগ্যতা অর্জন আমাদের খেলোয়াড়দের শৃঙ্খলা, আমাদের কোচ ও গোটা দলের অটল প্রতিশ্রুতি, আমাদের স্পনসরদের বিশ্বাস ও সমর্থন এবং সবকিছুর ঊর্ধ্বে, আমাদের প্রতি মানুষের অটুট ভালোবাসা ও আবেগের প্রতিফলন।”
advertisement
এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন,”CFL ফার্স্ট ডিভিশন থেকে CFL প্রিমিয়ার ডিভিশন, তারপর I-League 3 চ্যাম্পিয়ন, I-League 2, এবং এখন I-League — মাত্র তিন বছরে আমাদের এই উত্থান এক কথায় অবিশ্বাস্য। এটি এক অনন্য অধ্যবসায়, দূরদৃষ্টি এবং বিশ্বাসের গল্প, যা সারা দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী ও খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। আমরা এখন আই-লিগে — অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগের এক ধাপ দূরে। কী দারুণ একটা যাত্রা — এবং সেরা তো এখনো বাকি।”
advertisement
advertisement
প্রসঙ্গত, এরাজ্যের বাটানগরের দল স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, ইচ্ছা থাকলে উপায় হয়। দেশের ফুটবল ক্লাবগুলোর মধ্যে অনেক পিছন থেকে শুরু করা এই দল এগিয়ে যাচ্ছে তড়তড়িয়ে। দলের এই সাফল্যে খুশি কোচ কিবু ভিকুনা। অতীতে মোহনবাগানকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এই কোচের। পাশাপাশি অভিজ্ঞতা রয়েছে কেরল ব্লাস্টার্সকে কোচিং করানোরও। তাঁর কোচিংয়েই ডায়মন্ড হারবার আইলিগের তৃতীয় ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশনে উঠেছে। সেই কোচ আশাবাদী তাঁর দল আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2025 7:15 PM IST