স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হঠাৎ করে খড়ের গাদায় আগুন লেগে যায়। সেই আগুনেই ঝলসে যায় ওই দুই শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁদের তড়িঘড়ি বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ সাতসকালে ভয়াবহ ঘটনা! ধানের জমিতে শিউড়ে ওঠার মতো ছবি, খেজুরিতে শোরগোল
advertisement
এই বিষয়ে গ্রামের এক বাসিন্দা ভরত হেমব্রম বলেন, তাঁদের গ্রামে একটি খড়ের পালুইয়ে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। গ্রামের বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। হঠাৎ করেই তাঁরা জানতে পারেন, ওই আগুনে দু’টি শিশু আটকে পড়েছে। কোনওরকমে তাঁদের উদ্ধার করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ওই দুই শিশু এই গ্রামেরই বাসিন্দা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার মৃত দুই শিশুর ময়নাতদন্ত করা হবে। দেহ দু’টি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতওয়ারা ক্যাম্পাসে পাঠানো হবে। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ। এই ঘটনায় শোকস্তব্ধ বলরামপুরের কদমডি গ্রাম।






