পুরুলিয়ার কাশীপুরের তালাজুড়িতে নিজের বাড়ির বাগানে তিনি পলাশ গাছের চাষ শুরু করেছেন। কার্তিক জানান, পলাশ চাষ তাঁর কাছে নতুন কিছু নয়। গত বছরও তিনি সফলভাবে পলাশের চারা উৎপাদন করেছিলেন, যা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
আরও পড়ুনঃ মা-ঠাকুমার আমলের কাঁথা-কম্বল অতীত! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট, কম খরচেই ঠাণ্ডা কাবু
advertisement
এলাকার বাসিন্দা দেবব্রত চৌধুরী বলেন, “পুরুলিয়ার একটি ঐতিহ্য হল পলাশ। সেই পলাশকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য কার্তিকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।“ এবারও কার্তিকের ভাবনা, পুরুলিয়ায় বেড়াতে আসা পর্যটকদের হাতে তুলে দেবেন এই পলাশ গাছের চারা, যাতে আগামীদিনে পুরুলিয়ার সৌন্দর্য পলাশ ফুল সর্বত্র ছড়িয়ে পড়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই কার্তিক নিজের বাড়ির নার্সারিতে চাষ হওয়া এই চারাগুলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনকে বিক্রি করা শুরু করেছেন। আগামীদিনে কার্তিকের এই অনন্য উদ্যোগ পুরুলিয়ার সৌন্দর্যকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলবে বলে মনে করা হচ্ছে।





