আচমকা বজ্রপাত পড়লে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন ভগবত। ঘটনার পর পরিবারের সদস্যরা জানতে পেরে তড়িঘড়ি মাঠে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুরুলিয়ার মানবাজার থানার পুলিশকে। দেহটিকে চাষের জমি থেকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক ভগবতকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, এদিন বিকেল বেলা গ্রামের চাষের জমিতে কাজ করছিলেন ভগবত। হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে যায়, শুরু হয় ঝড়-বৃষ্টি। আচমকা মাঠের সংলগ্ন স্থানে বজ্রপাত পড়ে। কোনও বুঝে উঠতে না পারার আচমকা চাষের জমির পাশে পড়া বজ্রাপাতের আঘাতে মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন ভগবত। তারপরেই অকালে প্রাণ হারান ভগবত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এমন মর্মান্তিক ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামে। বৃষ্টির মধ্যে চাষের জমিতে কাজ করা গ্রামের সমস্ত কৃষকরা আতঙ্কের মধ্যে বাড়ি ফিরে আসেন। হঠাৎ করেই ঘটা এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবারের সদস্যরা। পরিবারে নেমে আসে শোকের ছায়া।
শান্তনু দাস