এবছর হরিহর সিং সর্দার ছাতা উত্তোলন করেন। ইন্দ্রদেবের নবরত্ন সভার আদলে একটি বড় ছাতার সঙ্গে আরও নয়টি ছোট ছাতা মিলিয়ে মোট দশটি ছাতা উত্তোলনের রীতি প্রচলিত রয়েছে এখানে। এ-বছর এই পরম ৫৫ বছরে পদার্পণ করল। দুর-দূরান্ত থেকে মানুষের সমাগম হয় এই ছাতা পরবে। এমনকি পার্শ্ববর্তী রাজ্যের মানুষজনও ভিড় করেন এই পরবে।
advertisement
আরও পড়ুন: সংসার সামলে বিরাট আয়োজন! নজরকাড়া থিমে মেগা হিট পুরুলিয়ার ৭ লক্ষ বাজেটের ‘এই’ পুজো
এ বিষয়ে এই উৎসবে আশা এক দর্শনার্থী বলেন, দীর্ঘদিন ধরে তিনি এই ছাতা পরব দেখতে আসেন। বহু বছরের পুরানো এই উৎসব। বহু মানুষের ভিড় হয় এখানে। এটা তাদের ঐতিহ্য। তাদের গ্রামের রাজা হরিহর সিং সর্দার নিজে ছাতা উত্তোলন করে এই পরবের সূচনা করেছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটা সময় টানা দু’দিন ধরে চলত এই মেলা। থাকত নানা সংস্কৃতি অনুষ্ঠান। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে সবকিছু। করোনার পরে এই মেলার জৌলুস খানিকটা কমেছিল। তবে বিগত বছরগুলির তুলনায় এ-বছর মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বলরামপুরবাসীর আবেগের সঙ্গে মিশে রয়েছে এই উৎসব।