সম্প্রতি পুরুলিয়ার মানবাজারের স্বপন সুব্রত হাইস্কুলে ‘এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি’-র উদ্যোগে এবং ‘একটি তারার খোঁজে’ সংগঠনের সহযোগিতায় একটি চিত্রকলা প্রশিক্ষণ অনুষ্ঠিত হল। প্রশিক্ষণ শিবিরে অভিজ্ঞ প্রশিক্ষকেরা শিশুদের হাতে-কলমে শেখান, কীভাবে একটি ভাবনা বা ধারণাকে কাগজে রূপ দেওয়া যায়।
আরও পড়ুনঃ প্রাইমারি স্কুলে এসব কী হচ্ছে! শ্রেণিকক্ষ খালি করে সারি দিয়ে বেডিং, ভোজের রান্না! ভাইরাল হল ভিডিও
advertisement
আঁকছে পড়ুয়ারা
প্রশিক্ষকেরা জানান, “ভাব প্রকাশই শিল্পকলার মূল ভিত্তি, আর সেই ভিত্তিকে মজবুত করতেই এই প্রশিক্ষণ।” প্রশিক্ষক রিয়া গড়াই বলেন, “শিশুরা শুধু রং ও ক্যানভাসের সঙ্গে খেলছে না, তারা নিজেদের চিন্তা ও কল্পনাকেও কাগজে প্রকাশ করতে শিখছে। একজন শিল্পীর কাছে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও। তাঁদের মতে, “আমাদের সন্তানেরা পড়াশোনার পাশাপাশি চিত্রকলাতেও সমানভাবে দক্ষ হয়ে উঠছে। এই ধরণের প্রশিক্ষণ তাদের মানসিক বিকাশে ভীষণভাবে সহায়ক, যা দেখে আমরা সত্যিই আনন্দিত।” সব মিলিয়ে বলা যায়, শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজের অন্যান্য ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।





