West Medinipur News: প্রাইমারি স্কুলে এসব কী হচ্ছে! শ্রেণিকক্ষ খালি করে সারি দিয়ে বেডিং, ভোজের রান্না! ভাইরাল হল ভিডিও
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
West Medinipur News: স্কুল চলাকালীন শ্রেণিকক্ষে যাত্রাদলের জন্য রান্না, থাকা, খাওয়ার আয়োজন। শ্রেণিকক্ষ থেকে টেবিল, বেঞ্চ সরিয়ে যাত্রাদলের জন্য বেডিংয়ের আয়োজন। পিংলার ধনেশ্বরপুর চণ্ডী প্রাথমিক বিদ্যালয়ের ভিডিও ভাইরাল।
পিংলা,পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালী: স্কুল চলাকালীন শ্রেণিকক্ষে যাত্রাদলের জন্য রান্না, থাকা, খাওয়ার আয়োজন। শ্রেণিকক্ষ থেকে টেবিল, বেঞ্চ সরিয়ে যাত্রাদলের জন্য বেডিংয়ের আয়োজন। এলাকাবাসীরা অভিযোগ জানাতেই তৎপর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ধনেশ্বরপুর চণ্ডী প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, মঙ্গলবার দিনভর স্কুল চলাকালীন যাত্রাদলের লোকজন স্কুলের একটি শ্রেণিকক্ষের মধ্যেই রান্না করে খাওয়া-দাওয়া করেন। শুরু তাই নয়, বেডিং পেতে তারা সারাদিন স্কুলেই থাকেন।
আরও পড়ুনঃ নিউজ ১৮ বাংলার খবরের জের! আলিপুরদুয়ার হাসপাতালে চালু হল দেড় মাস ধরে বন্ধ থাকা এক্স-রে মেশিন, দারুণ খুশি রোগীরা
এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা জোটবদ্ধ হয়ে এসে স্কুলের প্রধান শিক্ষককে অভিযোগ জানান। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। আর তারপরেই নড়েচড়ে বসে স্কুলের প্রধান শিক্ষক। তিনি জানান, এই বিষয়টি সম্পর্কে তিনি একেবারেই অবগত ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ যাত্রার মঞ্চে পণপ্রথার বিরুদ্ধে লড়াই! বিবেক জাগরণে রাজ্যের মন্ত্রীর শিহরণ জাগানো অভিনয়, কুর্নিশ জানালেন সকলে
জানা যাচ্ছে, এলাকার পঞ্চায়েতই যাত্রাদলকে স্কুলে রাখার ব্যবস্থা করেছিল। প্রধান শিক্ষকের কাছে অভিযোগ আসতেই তিনি যাত্রাদলকে স্কুল থেকে চলে যেতে বলেন। স্কুলে যাত্রাদল রাখা নিয়ে দিনভর চলল গুঞ্জন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Dec 31, 2025 11:35 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: প্রাইমারি স্কুলে এসব কী হচ্ছে! শ্রেণিকক্ষ খালি করে সারি দিয়ে বেডিং, ভোজের রান্না! ভাইরাল হল ভিডিও









