মণ্ডপসজ্জার পাশাপাশি প্রতিমায় থাকবে অভিনবত্বের ছোঁয়া যা ভিন্ন মাত্রা যোগ করবে এই পুজোয়। এবছর এই পুজো পদার্পণ করতে চলেছে ১৬ তম বর্ষে। পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় ১৯ লক্ষ টাকা। পুজো কমিটির সম্পাদক হীরালাল মাজি বলেন, প্রতিবছরই আমরা দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবছর সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায়, দুবাইয়ের স্বামী নারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে।
advertisement
আরও পড়ুন : এতদিন খাতায় চলছিল কারসাজি, এবার অনলাইনে মাটি অর্ডার! ছোট্ট মেয়ের কাণ্ড দেখে অবাক হবেন
বর্তমানে জোরকদমে এগিয়ে চলেছে ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গাপূজোর মণ্ডপ নির্মাণের কাজ। কাঁথি থেকে আগত দক্ষ শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নিচ্ছে এক অপূর্ব শৈল্পিক সৃষ্টির দৃশ্যপট। বাঁশ, কাঠ, রোলা, স্পঞ্জ, প্লাইসহ নানা উপকরণ দিয়ে দুবাইয়ের স্বামী নারায়ন মন্দিরের আদলে গড়ে উঠছে পুজো মণ্ডপ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিশাল বাজেট, চমকপ্রদ থিম, নিখুঁত শিল্পকর্মে গাঁথা মণ্ডপ ও অলঙ্কারময় প্রতিমা, সব মিলিয়ে ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গাপুজো এবছরও পরিণত হতে চলেছে জেলার অন্যতম আকর্ষণীয় ও মনোমুগ্ধকর পুজো মণ্ডপে।