Durga Puja 2025 : এতদিন খাতায় চলছিল কারসাজি, এবার অনলাইনে মাটি অর্ডার! ছোট্ট মেয়ের কাণ্ড দেখে অবাক হবেন

Last Updated:

Durga Puja 2025 : ছোট্ট আরোহী অনলাইনে দক্ষিণবঙ্গের লাল মাটি অর্ডার করে নিজেই গড়ে তুলেছে এক ফুট উচ্চতার মা দুর্গার প্রতিমা।

+
ছোট্ট

ছোট্ট দুর্গা মূর্তি।

জলপাইগুড়ি, সুরজিৎ দে : খাতার পাতা থেকে মাটির প্রতিমা। ছোট্ট আরোহীর হাতের স্পর্শেই সাজছে মা উমা। জলপাইগুড়ির আরোহীর হাতের ছোঁয়াতেই মহালয়ায় চক্ষু দানের পুজো প্রস্তুতি শুরু। অবাক লাগছে? ভাবছেন খাতার পাতা থেকে মাটির উমা? সে আবার কি! জলপাইগুড়ির সেনপাড়ার এক ছোট্ট মেয়ে, আরোহী শর্মা। অল্প বয়সেই লিখে ফেলেছে এক অনন্য স্বপ্নের গল্প।
এত বছর খাতার পাতায় মা দুর্গার ছবি এঁকে চক্ষুদান করত আরোহী। আর আজ সেই শখই রূপ পেয়েছে প্রতিমা গড়ার বাস্তবতায়। এবছর আরোহী অনলাইনে দক্ষিণবঙ্গের লাল মাটি অর্ডার করে নিজেই গড়ে তুলেছে এক ফুট উচ্চতার মা দুর্গার প্রতিমা। মাটির প্রতিমায় তার হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে সূক্ষ্মতা। এক্কেবারে যেন অভিজ্ঞ কারিগরদের হাতের কাজের কাজ।
advertisement
আরও পড়ুন : বড় দুঃসংবাদ! পুজো বাতিলের ভাবনা ছোট কমিটিগুলির, মাথায় হাত শিল্পীদের! কে কলকাঠি নাড়ছে?
এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। পড়াশোনার ফাঁকে সকাল-বিকেল সময় বের করে মাটিতে আকার দিচ্ছে সে। পাশে অবশ্য রয়েছেন তাঁর মা। তিনি একজন স্কুল শিক্ষিকা। যিনি মেয়ের আবদার মেনে সবসময় একটু একটু সাহায্য করে চলেছেন। আরোহীর ইচ্ছে, যদি কোনও বড় পুজো কমিটি তাকে সুযোগ দেয়, তবে তার হাতে গড়া প্রতিমাও পুজোর মণ্ডপে স্থান পাক। ছোট্ট স্বপ্ন হলেও তাঁর চোখে এই ইচ্ছে ভীষণ বড়। মহালয়ার ভোরে নিজের হাতে গড়া মাকে চক্ষুদান করার প্রস্তুতিতে এখনই ব্যস্ত সে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিটি স্পর্শে যেন ভাসছে তার একটাই আকাঙ্ক্ষা। নিজের হাতে গড়া মাকে পুজোর আসনে প্রতিষ্ঠিত করা। আরোহীর এই গল্প অনুপ্রেরণা জোগায়। বার্তা দেয়, স্বপ্ন দেখার জন্য বয়স কোনও বাঁধা নয়। যত্ন, একাগ্রতা আর মনের ভালবাসা থাকলে ছোট হাতেও প্রান প্রতিষ্ঠা হয় মা দুর্গার। কে বলতে পারে এই শিশুর হাতের প্রতিমা হয়ত আগামী দিনে জলপাইগুড়ির পুজো মণ্ডপে এনে দেবে নতুন আলো।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025 : এতদিন খাতায় চলছিল কারসাজি, এবার অনলাইনে মাটি অর্ডার! ছোট্ট মেয়ের কাণ্ড দেখে অবাক হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement