আরও পড়ুন: হেরিটেজ সাগরদিঘিতে স্নান করতে নামাই কাল হল! পুরোটা জানলে শিউরে উঠবেন
পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ‘সুরক্ষা’ নামে এই নতুন অ্যাপটির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন। আক্ষরিক অর্থেই ‘সুরক্ষা’-র কাজ করছে এই অ্যাপ। এর ফলে আর বিপদ ঘণ্টির দরকার পড়ছে না। আর্থিক লেনদেনের প্রতিষ্ঠানে বা বাড়িতে লুকিয়ে রাখা সুইচে আলতো হাতের ছোঁওয়া লাগলেই খবর চলে যাবে পুলিশের কন্ট্রোলরুমে।
advertisement
এই বিষয়ে এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, সহায়ের কার্যকারিতার সুফল পাচ্ছে জেলার মানুষ। মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে সহায় অ্যাপ। তাই আমরা চাই নতুন অ্যাপ সুরক্ষা-এর মধ্য দিয়ে আর্থিক লেনদেন সংস্থাগুলিকে আরও আধুনিক নিরাপত্তার সুবিধা পৌঁছে দিতে। এই অ্যাপের মাধ্যমে বড় স্বর্ণ বিপণি, বড় দোকান, মল, বিভিন্ন ব্যাঙ্ক, গোল্ড লোন সংস্থা সহ মোটা অঙ্কের আর্থিক লেনদেন হয় এমন আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতরা হানা দিলে বিপদ ঘন্টি বাজানো ছাড়াই মুহূর্তের মধ্যে হাজির হয়ে যাবে পুলিশ।
এর আগে বিপদ ঘটলে বিপদ ঘন্টি বাজাতে গিয়ে অনেক সমস্যা দেখা দিত। তা অনেক সময় ডাকাতদের চোখেও পড়ে যেত। অথচ সুরক্ষা অ্যাপের বিশেষ সুইচ বিপণির ৭-৮ জায়গায় লুকিয়ে রাখা থাকবে। সেই সুইচে শুধু হাত ছোঁয়ালেই খবর চলে যাবে জেলা পুলিশ অফিসের কন্ট্রোলরুমে। এমনকি বাথরুমের ফ্ল্যাশেও ওই গোপন সুইচ রেখে বিপদ বার্তা দেওয়া যাবে অনায়াসেই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই নতুন অ্যাপের হাত ধরে কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন পুরুলিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলি। কারণ এই জেলায় গত কয়েক মাসে ডাকাতির ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। সকলের আশা, জেলা পুলিশের এই নতুন প্রযুক্তির হাত ধরে পরিস্থিতি বদলাবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি






