নৌকায় করে ভক্তদের যাতায়াত এই কালীপুজোকে দিয়েছে এক স্বতন্ত্র ও ব্যতিক্রমী পরিচিতি। জল, ইতিহাস এবং আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধনে তেলকুপির দক্ষিণা কালীপুজো প্রতি বছরই ভক্ত ও পর্যটকদের কাছে হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, পুরুলিয়ার ঐতিহ্যবাহী তেলকুপির ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত দলিল, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের বিশ্বাসকে বাঁচিয়ে রেখেছে।
advertisement
পুজো কমিটির সদস্য পবিত্র চক্রবর্তী জানান, “পুজোকে ঘিরে প্রতিবছরই এখানে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমে। পুজো উপলক্ষে বসে মেলা, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। এই পুজোর আরেকটি বিশেষ আকর্ষণ হল মায়ের প্রসাদ হিসেবে ‘খিচুড়ি’ বিতরণ। এই প্রসাদ গ্রহণের জন্যও ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে মন্দিরের সেবায়েত শিবদাস হাজরা জানান, “তেলকুপির মা মহাকালীর পুজোর ইতিহাস বহু শতাব্দী প্রাচীন। ১৯৫৬ সালে ডিভিসি ড্যাম নির্মাণের সময় এলাকার বহু প্রাচীন মন্দির জলের তলায় তলিয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে একটি মন্দির আংশিকভাবে রক্ষা পায়। সেই মন্দিরকেই পুনঃনির্মাণ করে আজও নিষ্ঠা ও ঐতিহ্যের সঙ্গে মহাকালীর পুজো অনুষ্ঠিত হয়ে আসছে।”





