এই প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালনা করছেন আদ্রা ডিভিশনের প্রাক্তন রেলকর্মী তথা অভিজ্ঞ ক্রিকেট খেলোয়াড় কাঞ্চন কুন্ডু এবং প্রভাকর প্রসাদ শ্রীবাস্তব। বর্তমানে আদ্রার ডিভিসির বটতলার সামনে অবস্থিত প্রভাকর প্রসাদ শ্রীবাস্তবের বাড়িতে এই প্রশিক্ষণ শিবির চলছে।
advertisement
কাঞ্চনবাবু এবং প্রভাকরবাবু কর্মজীবনে রেলের হয়ে বিভিন্ন জায়গায় দক্ষতার সঙ্গে খেলে এসেছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতা ও দক্ষতাকেই এবার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তাঁদের এই উদ্যোগ। আধুনিক পদ্ধতিতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের কৌশল শেখানোর পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক ও মানসিক প্রস্তুতির দিকেও বিশেষ নজর দিচ্ছেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশিক্ষক তথা প্রাক্তন রেলকর্মী ও অভিজ্ঞ ক্রিকেট খেলোয়াড় কাঞ্চন কুন্ডু বলেন, “রেলে কর্মরত অবস্থায় রেলের হয়ে বিভিন্ন জায়গায় খেলে এসেছি। তাই বর্তমান অবসর সময়ে সেই দক্ষতা যুবকদের কাছে পৌঁছে দিচ্ছি।” অন্যদিকে প্রাক্তন রেলকর্মী প্রভাকর প্রসাদ শ্রীবাস্তব বলেন, “আমাদের লক্ষ্য ছিল এলাকার যুব সমাজকে ক্রিকেট খেলার প্রতি উৎসাহী করে তোলা। সেই ভাবনাকে সামনে রেখেই আমরা এই পথচলা শুরু করি। বর্তমানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ জন যুবক আমাদের প্রশিক্ষণে অংশ নিচ্ছে।” দুই প্রাক্তন রেলকর্মী তথা অভিজ্ঞ ক্রিকেট খেলোয়াড়ের এই উদ্যোগ যুবকদের ক্রিকেট খেলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাঁদের দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।





