TRENDING:

Purulia News : রাষ্ট্রীয় একতা দিবসে স্ট্যাচু অফ ইউনিটির সামনে পুরুলিয়ার ছৌ-শিল্পীদের নাচ!

Last Updated:

পুরুলিয়ার ছৌ নৃত্য সুনাম কুরালো ভিন রাজ্যেও‌, শুনুন কি বলছেন ছৌ-নৃত্য শিল্পীরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : ২০১৪ সাল থেকে প্রতিবছরই মহা ধুমধাম এর সঙ্গে পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে এই দিনটি উদযাপন করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আর এ বছর রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে অসম্ভব সুন্দর ছৌ নৃত্য পরিবেশন করে পুরুলিয়ার নাম উজ্জ্বল করেছে বালিগাড়া প্রভুর নিত্যানন্দ কীর্তন ও ছৌ নৃত্য সমিতি।
advertisement

গুজরাটের নর্মদা স্ট্যাচু অফ ইউনিটি একতানগরে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে যোগ দিয়েছিলেন পুরুলিয়ার এই ছৌ-শিল্পীরা। তাদের নৃত্যকলার জন্য যথেষ্টই সুনাম কুড়িয়েছেন তারা। ‌ দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এই ছৌ নৃত্য দল বিভিন্ন জায়গায় নৃত্য পরিবেশন করছে। এই প্রথমবার তারা কেন্দ্রীয় সরকারের কোনও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে নিজেদের শিল্পকলাকে উপস্থাপন করতে পেরেছেন।

advertisement

আরও পড়ুন: দু’দিন নিরিবিলিতে সময় কাটাতে চান, ঘুরে আসুন পুরুলিয়ার ‘এই’ জায়গায়!

এ বিষয়ে ছৌ নৃত্য শিল্পীরা জানান , সারা ভারতের প্রতিটি রাজ্য থেকে বিভিন্ন শিল্পীরা তাদের শিল্প সংস্কৃতিকে তুলে ধরতে এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জেলা পুরুলিয়া ছৌ নৃত্য সেখানে জায়গা করে নিতে পেরেছে। ‌ তারা ১৫ জনের একটি দল গত ২৪ শে অক্টোবর পুরুলিয়া থেকে গুজরাটের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের ছৌ নৃত্য সেখানকার মানুষদের মনে জায়গা করে নিয়েছে। অনুষ্ঠান শেষে তিন নভেম্বর তারা পুরুলিয়া ফিরে আসেন। তাদের জন্য সরকারিভাবে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে তারা ভীষণই খুশি। আগামী দিনে এই ধরনের আরও অনুষ্ঠানে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন তারা।

advertisement

View More

আরও পড়ুন: হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির মাছ চাষ! রইল ভিডিও

সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৮ তম জন্মবার্ষিকী পালিত হল এ বছর। ‌ ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনটির সূচনা করেছিলেন। তারপর থেকে প্রতিবছর ৩১ শে অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই দিনটি পালিত হয়ে আসছে। এ-বছর সেই অনুষ্ঠানে পুরুলিয়ার ছৌ নৃত্য শিল্পীরা জায়গা করে নিতে পেরেছে।

advertisement

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : রাষ্ট্রীয় একতা দিবসে স্ট্যাচু অফ ইউনিটির সামনে পুরুলিয়ার ছৌ-শিল্পীদের নাচ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল