এলাকারই ছোট ছোট শিশুদের সৃজনশীলতা ও পরিশ্রমে এই সমস্ত নানা ধরনের শিল্পকর্ম তৈরি হচ্ছে। পাওয়া যাচ্ছে খেজুর পাতার ফুল, পাখি, পুতুল থেকে শুরু করে বাড়ির সাজসজ্জার জন্য উপযোগী বিভিন্ন শিল্পসামগ্রী। অল্প বয়সেই নিজের সৃজনশীলতা ও পরিশ্রম দিয়ে এই শিশু-কিশোররা যেমন নিজেদের শিল্পপ্রতিভার বিকাশ ঘটাচ্ছে, তেমনই পরিবারের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রেও সামান্য হলেও অবদান রাখছে।
advertisement
আরও পড়ুনঃ হাঁসফাঁস ওয়েদার, কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি, উত্তর থেকে দক্ষিণে বাংলার আপডেট
মালদা থেকে বেড়াতে আসা পর্যটক সুচিস্মিতা দাস বলেন, “ওঁদের হাতের কাজ দেখে খুবই সুন্দর লাগছে। এত নিখুঁত ও যত্নসহকারে তৈরি হবে, ভাবতেই পারিনি। আমি অবশ্যই কয়েকটি শিল্পকর্ম বাড়ি নিয়ে গিয়ে নিজের ঘরে সাজিয়ে রাখব।”
অন্যদিকে পঞ্চম শ্রেণির দুই ছাত্র আয়ুষ বাগদী ও আবির বাগদী জানায়, “পড়াশোনার পাশাপাশি ফাঁকা সময়ে আমরা এগুলো নিজের হাতেই তৈরি করে জয়চণ্ডী পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে বিক্রি করি। আমাদের হাতের তৈরি জিনিস যখন ওঁদের পছন্দ হয়, তখন আমাদেরও খুব ভাললাগে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জয়চণ্ডী পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিশে গিয়েছে শিশুদের হাতে তৈরি এই খেজুর পাতার শিল্প। তাঁদের সৃজনশীলতা কেবল পাহাড়ের সৌন্দর্য বাড়িয়েই তুলছে না, বরং তাঁদের জীবনের নতুন দিশাও দেখাচ্ছে।





