এ বিষয়ে ছট পুজো কমিটির সদস্যরা বলেন, বিগত বছরের ন্যায় এ-বছরে মানুষের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। পুলিশ প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পেয়েছেন তারা। সকলের হাতে প্রসাদ তুলে দিতে তারা প্রায় তিন কুইন্টাল ঠেকুয়া ও তিন কুইন্টাল বোঁদে তৈরি করেছেন। যাতে প্রত্যেকেই প্রসাদ নিয়ে ফিরতে পারেন সেই কারণেই এই উদ্যোগ তাদের।
আরও পড়ুন: নলেন গুড় প্রেমীদের জন্য খারাপ খবর! কার্তিকেও অধরা খেজুর রস, অপেক্ষা করতে হবে আর কত দিন?
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার ব্রতীরা বলেন, বহু বছর ধরে তারা ছট পুজো করে আসছেন। অনেক বেশি ভিড় থাকে প্রতিবছরই এখানে। এ বছরও যথেষ্ট ভিড় রয়েছে। তবুও তারা সুষ্ঠুভাবে পুজো দিতে পেরেছেন। সমস্ত ব্যবস্থায় খুব ভাল ছিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছট পুজোকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা পুরুলিয়া। এককালে বিহারের অন্তর্ভুক্ত ছিল রাঢ বঙ্গের এই জেলা। বহু হিন্দি ভাষাভাষী মানুষের বসবাস এখানে। তাইতো ছটের আমেজে পুরুলিয়া যেন হয়ে উঠেছে এক টুকরো বিহার।





