ইলেকট্রিক চুল্লি বিকল থাকায় ভরা বর্ষায় খোলা আকাশের নীচে দেহ দাহ করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এইভাবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও ইলেকট্রিক চুল্লি মেরামতির কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না পৌরসভার তরফে। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।
advertisement
যদিও বিষয়টি নিয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, এই ইলেকট্রিক চুল্লি পুরানো মডেলের। চুল্লির একটি যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় দেহ দাহ করা বন্ধ রাখা হয়েছে। নতুন যন্ত্রাংশ আনানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও চুল্লির পরিকাঠামো উন্নয়নের জন্য আধুনিক চুল্লিতে রূপান্তরিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইলেকট্রিক চুল্লি বিভ্রাটের কারণে মৃতদেহ সৎকার করতে এসে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যাতে এই সমস্যার দ্রুত সমাধান মেলে সেই দাবি করছেন পুরুলিয়াবাসী।