পঞ্চায়েত প্রধানের স্বামী নিরঞ্জন কালিন্দীর নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল। এ-কথা জানতে পারার পর পঞ্চায়েত প্রধান অপর্ণা কালিন্দী সরাসরি বিডিও-র দারস্ত হন। এবং বিডিও-র নিকট তার স্বামী লিখিতভাবে দরখাস্ত দেন যে আবাস যোজনার যে বাড়ি তার নামে রয়েছে তা তিনি নেবেন না। গরিব ও অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন তিনি। আর এই ঘটনার খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলায়।
advertisement
এ বিষয়ে নপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান অপর্ণা কালিন্দী বলেন , গরিব ও দুস্থ মানুষদের কথা ভেবে রাজ্য সরকার আবাস প্রকল্পের বাড়ি বরাদ্দ করেছে। সেখানে পঞ্চায়েত প্রধান হয়ে তিনি কোনওভাবেই এই বাড়ি নিতে পারবেন না। তাই তিনি ও তার স্বামী দুজন মিলে লিখিতভাবে বিডিওকে জানিয়ছছেন যে তারা এই বাড়ি নিতে চাননা।এ বিষয়ে নপাড়া গ্ৰাম পঞ্চায়েত প্রধানের স্বামী নিরঞ্জন কালিন্দি বলেন , তার স্ত্রী পঞ্চায়েত প্রধান। তাহলে তিনি কিভাবে সরকারের আবাসের বাড়ি নিতে পারেন। যাদের প্রয়োজন তারা এখনও অনেকে বাড়ি পায়নি। তাই তিনি স্বইচ্ছায় এই বাড়ি ফিরিয়ে দিলেন।
আবাস যোজনার দুর্নীতি নিয়ে যখন সরগরম গোটা রাজ্য। জেলা পুরুলিয়াও সেই তালিকা থেকে বিরত নয়। সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধানের এহেন মানবিক রূপ সত্যিই প্রশংসনীয় বলে মনে করছেন জেলাবাসি।
শর্মিষ্ঠা ব্যানার্জি