এই বিষয়ে এলাকার চাষি জগদীশ সিং মুড়া ও ভুজঙ্গ কুইরী বলেন, হঠাৎ করেই দেখেন আনুমানিক ৭-৮ টি হাতির একটি দল এলাকায় তাণ্ডব চালাচ্ছে। জমির ফসল নষ্ট করে দিচ্ছে হাতিগুলি। সেই দলে ছোট শাবকও রয়েছে। হাতির তাণ্ডবে বিপাকে পড়তে হয়েছে, আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এই ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবি করছেন তাঁরা।
advertisement
বুনো হাতির দাপটে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে বাঘমুন্ডি বনাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষদের। এই হাতির দল গোটা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এতে গোটা এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও বনবিভাগের পক্ষ থেকে সমস্ত দিক থেকেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রামে, গ্রামে মাইকিং করে প্রচার করা হচ্ছে। গ্রামবাসীদের সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। তবুও হাতির আতঙ্কে মধ্যে দিয়েই দিন কাটাচ্ছেন তাঁরা।





