পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই তরুণী মিতালী মাহাতো সাইকেল চালিয়ে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই বনকর্মীরদের বাইকের সঙ্গে ধাক্কা লাগে তার। তারপর ওই তরুণীর শরীরের উপর দিয়ে বাইকটি চলে যায়। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি পড়ে যায় রাস্তার উপরেই। বাইক থেকে ছিটকে পড়ে জখম হন বাইকে থাকা রেঞ্জার ও বনকর্মী।
advertisement
এরপরেই ছুটে এসে স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতালী মাহাতোকে মৃত ঘোষণা করেন। রেঞ্জার ও বনকর্মীর প্রাথমিক চিকিৎসা করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর পুরুলিয়া সদর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ঘটনাকে ঘিরে শোকোস্তব্ধ ওই তরুণীর পরিবারের সদস্যরা।