TRENDING:

Puri: পুরীতে মারাত্মক দুর্ঘটনা! সমুদ্রে নামতেই এ কী বিপদ, আতঙ্কিত পর্যটকরাও

Last Updated:

Puri: জানা গিয়েছে, পুরীর স্বর্গদুয়ারের সেক্টর ১৩ সমুদ্র তীরে দুর্ঘটনাটি ঘটে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরী: পুরী ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্রে ডুবে মৃত্যু হল বাবা ও ছেলের| হাওড়ার এক পরিবারের দুজনের মৃত্যুতে শোকের ছায়া পরিবারের। জানা গিয়েছে, হাওড়ার শিবপুর এলাকার একই পরিবারের পাঁচজন চলতি মাসের এক তারিখ পুরীতে ঘুরতে যান। বুধবার দুপুরে সমুদ্রে স্নান করতে নেমে তিনজন তলিয়ে যান।
পুরীতে মারাত্মক দুর্ঘটনা (প্রতীকী ছবি)
পুরীতে মারাত্মক দুর্ঘটনা (প্রতীকী ছবি)
advertisement

সমুদ্রের ধারে থাকা উদ্ধারকারীদের চেষ্টাই একজনকে জীবিত উদ্ধার করলেও ঘটনায় মৃত্যু দুইজনের। মৃতের সম্পর্কে বাবা ও ছেলে। মৃতদের নাম রঞ্জন দাস ও ঋষভ দাস। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রঞ্জনের ভাগ্নে সায়ন মাইতিও।

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে পুরীর স্বর্গদুয়ারের খুব কাছে। মূলত, এই এলাকাটি পুরীর অত্যন্ত জনপ্রিয়। এই এলাকাতেই সাধারণত পর্যটকদের যাতায়াতের ঝোঁক বেশি থাকে। এমন এলাকায় দুর্ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

advertisement

জানা গিয়েছে, পুরীর স্বর্গদুয়ারের সেক্টর ১৩ সমুদ্র তীরে দুর্ঘটনাটি ঘটে। আচমকা ওই ব্যক্তি, তাঁর ছেলে এবং তাঁদের এক আত্মীয় জলে ডুবে যেতে থাকেন। সেই ঘটনা থেকে আশেপাশের সকলে চিৎকার করে ওঠেন। তখন উদ্ধারকারী দলের চেষ্টায় একজনকে উদ্ধার করা হয়। বাকি দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন, অমর্ত্য সেনের আপাতত স্বস্তি! জমিজট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

advertisement

আরও পড়ুন, পার্থর আপ্ত সহায়কের বাড়িতে সিবিআই হানা! ফের মিলবে তাক লাগানো কিছু? তুমুল শোরগোল

মূলত, বছরের এই সময়ে পুরীতে পর্যটকদের যাতায়াতের ঝোঁক বেশি থাকে। প্রচুর বাঙালি পর্যটক ভিড় করেন। তীর্থস্থানের পাশাপাশি সমুদ্রও পুরীর অন্যতম আকর্ষণকেন্দ্র। পুরীর স্বর্গদুয়ারে এমন দুর্ঘটনায় স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেবাশিস চক্রবর্তী

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Puri: পুরীতে মারাত্মক দুর্ঘটনা! সমুদ্রে নামতেই এ কী বিপদ, আতঙ্কিত পর্যটকরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল