মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক যাই হোক না কেন জেলার প্রসঙ্গ এলেই সর্ব প্রথমে আসে পূর্ব মেদিনীপুর জেলা। বিগত কয়েক বছর সফলতার নিরিখে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পূর্ব মেদিনীপুর জেলা অন্যান্য জেলা থেকে এগিয়ে।
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার পাশের হার সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুর জেলার ৯৫.৭৪ শতাংশ ছাত্র-ছাত্রী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতা লাভ করেছে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে এবারে বিভিন্ন স্কুল থেকে মোট ৩০ হাজার, ২৫৫ জন ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
advertisement
এর মধ্যে ১৩ হাজার, ৯৫৪ ছাত্র এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল এবং ১৬ হাজার, ৩০১ ছাত্রী বিভিন্ন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। বিগত কয়েক বছরের ন্যায় এবারও ছাত্রদের চেয়ে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল।
২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার ৫ ছাত্র-ছাত্রী সংসদের প্রকাশিত মেধা তালিকায় স্থান লাভ করেছে।
২০২৫-এ মাধ্যমিকের পাশাপাশি উচ্চমাধ্যমিকে জেলার ছাত্রছাত্রীরা ভাল। ফল করায় খুশি শিক্ষক মহল থেকে অভিভাবকেরা। তমলুক মহাকুমার রাম তারক রঘুনাথবাড়ি হাইস্কুলের ছাত্রী তিস্তা বেরা মেধা তালিকা স্থান পেয়েছে। এর পাশাপাশি, হলদিয়া মহকুমার মহিষাদলের অদ্রিজা জানা, কাঁথি মহাকুমার বিপ্রপদ জানা এগরা মহকুমার বর্ণিতা হাজরা এবং জৈৎসী ঘোষ মেধা তালিকায় স্থান লাভ করেছে।
আরও পড়ুন- ভেজালের যুগে খাঁটি কাচ্চি ঘানি সর্ষের তেল! অসাধ্য সাধন নয়, গেলেই পেয়ে যাবেন এই জায়গায়
পূর্ব মেদিনীপুর জেলার স্কুল পরিদর্শক জানিয়েছেন, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র-ছাত্রীদের ভাল ফল করা একটা সংস্কৃতি। এই জেলার ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি আগ্রহী। তাদের মধ্যে কিছু করে দেখানোর তাগিদ থাকে সব সময়। ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও পড়াশোনার বিষয়ে অনেকটাই সচেতন।
জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা পড়াশোনার বিষয় ছাত্র-ছাত্রীদের প্রতি যত্নশীল। এছাড়া বছরের পর বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার সম্ভব নয়। সবার সামগ্রিক প্রচেষ্টায় যা বার বার করিয়ে দেখিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীরা।’ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকেরা জেলা জুড়ে এই ফলাফলে উচ্ছ্বসিত।
সৈকত শী