TRENDING:

Nolen Gur: অনিশ্চয়তার মুখে সাধের নলেন গুড়! খেজুর গাছে উঠতে আতঙ্ক শিউলিদের, ঝাঁকে ঝাঁকে তেড়ে আসছে ভিমরুল, পাশে দাঁড়াল প্রশাসন

Last Updated:

Purba Medinipur Nolen Gur: শীতে খেজুর গাছের রস সংগ্রহে বাধা। বোলতা, ভিমরুল ও মৌমাছির উপদ্রপে গাছ থেকে রস পাড়তে সমস্যায় পড়েছেন শিউলিরা। কামড়ের জেরে আহত হচ্ছেন শিউলিরা। হাসপাতালে ভর্তি অনেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: শীতকাল মানেই নলেন গুড়ের সময়। শীতকাল এলেই স্বাভাবিকভাবে কিছু জিনিস চলে আসে। যার মধ্যে অন্যতম নলেন গুড় বা খেজুর গুড়। এই গুড় ভালবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। স্বাদ ও গন্ধের জন্য শীতের সময় খেজুর গুড়ের চাহিদা অনেকটাই বেশি হয়। শীত পড়তেই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে শিউলিরা আগুনে জ্বাল দিয়ে তৈরি করেন খেজুর গুড়। কিন্তু এই খেজুর গাছের রস সংগ্রহের পথে বাধা হয়েছে ভিমরুল। বোলতা, ভিমরুল ও মৌমাছির দাপটে গাছ থেকে রস পাড়তে সমস্যায় পড়েছেন শিউলিরা।
advertisement

বোলতা, ভিমরুল, মৌমাছির আক্রমণে আহত হচ্ছেন শিউলিরা। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, মহিষাদল তমলুক-সহ বিভিন্ন জায়গায় ভিমরুলের কামড়ের জেরে হাসপাতালে ভর্তি দশজনেরও বেশি শিউলিরা। তাই এবার শিউলিদের পাশে দাঁড়াল প্রশাসন।

আরও পড়ুনঃ সাবধান! ভেজাল হলুদে ছেয়ে গিয়েছে বাজার, অস্বাভাবিক রঙেই খটকা! সামশেরগঞ্জে হলুদ মিলে হানা দিতেই যা সব উদ্ধার হল

advertisement

ব্লক প্রশাসনের বিশেষ উদ্যোগ নলেন গুড় তৈরিতে। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খেজুর গুড় তৈরি করেন মূলত পরিযায়ী মানুষজন। জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে দুই থেকে তিন মাসের জন্য বাসা বাঁধে। যে এলাকায় বাসা বাঁধে সেই এলাকার আশেপাশের খেজুর গাছগুলিতে খেজুর রস সংগ্রহ করেন। আর খেজুর গুড় তৈরি করতে পরিবারের লোকজন সাহায্য করে। কিন্তু এবছর খেজুর রস সংগ্রহ করতে গিয়ে বোলতা, ভিমরুলের আক্রমণে সমস্যায় পড়তে হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ সন্ধে নামতেই জমিতে দাপাদাপি! বিঘার পর বিঘা ফসল খেয়ে সাবাড়, বুনো শুয়োরের তাণ্ডবে অতিষ্ঠ ভরতপুরের চাষিরা

রস সংগ্রহ করতে বাধা হয়ে দাঁড়াচ্ছে ভিমরুল ও বোলতা। এই পরিস্থিতিতে শিউলি এবং সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে এগিয়ে এল পঞ্চায়েত প্রশাসন। পঞ্চায়েত প্রশাসন থেকে এলাকায় শিউলিদের ভিমরুল ও বোলতা নিয়ে সচেতনতার কাজ হচ্ছে। সন্ধ্যার পর বা ভোরের আগে গাছে না ওঠা, টর্চ না জ্বালানো, গাছে ওঠার আগে চারদিক ভাল করে দেখে নেওয়ার মতো বিষয়গুলি অবগত করানো হচ্ছে শিউলিদের।

advertisement

এরকমই একজন খেজুর গুড় কারবারি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী থানা এলাকা থেকে পরিবার নিয়ে প্রতি বছর তমলুক এলাকায় চলে আসেন। তিনি বলেন, খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে বাধা হয়েছে বোলতা, ভিমরুল, মৌমাছি। রস সংগ্রহ করতে বেশ কয়েকজন আহত হয়েছে তাদের কামড়ে। প্রশাসন থেকে সচেতন করা হচ্ছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

নন্দকুমারের রেঞ্জার অতুলকৃষ্ণ দে-র কথায়, ঝোপঝাড় কমায় ভিমরুল মানুষের কাছাকাছি আসছে।” বাসা দেখলে দমকলকে ফোন করার পরামর্শও দিচ্ছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরের প্রথম দিনে উৎসবের রঙে শিলিগুড়ি, পর্যটকদের ভিড়ে জমজমাট বেঙ্গল সাফারি পার্ক
আরও দেখুন

শিউলিরা জানান, অন্যান্য বছরের তুলনায় খেজুর গাছে বোলতা ও ভিমরুলের আধিক্য বেশি। নিজেরা ধোঁয়া তৈরি করে রস সংগ্রহ করছে। এমনিতেই উত্তরে হওয়ার দেখা নেই। তার উপর খেজুর রস সংগ্রহ করতে গিয়ে বোলতা ও ভিমরুলের ভয় সব মিলিয়ে শীতের নলেন গুড়ের ব্যবসাকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nolen Gur: অনিশ্চয়তার মুখে সাধের নলেন গুড়! খেজুর গাছে উঠতে আতঙ্ক শিউলিদের, ঝাঁকে ঝাঁকে তেড়ে আসছে ভিমরুল, পাশে দাঁড়াল প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল