TRENDING:

Purba Bardhaman News: পিকনিকে বচসার জের, গুলি বোমায় কেঁপে উঠলো এলাকা, কোথায়

Last Updated:

পিকনিকে (Picnic) গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় দু দল যুবক (Violence in Picnic)। সেই বিবাদ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের (TMC) রূপ নিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: পিকনিকে (Picnic) গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় দু দল যুবক  (Violence in Picnic)। সেই বিবাদ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের (TMC) রূপ নিল। ঘটনাকে কেন্দ্র করে বর্ধমানের বেলকাশ অঞ্চলের ইদিলপুর ফকিরপুর এলাকায় ব্যাপক উত্তেজনা (Violence) দেখা দিয়েছে। বোমা, বন্দুক নিয়ে একে অপরের ওপর হামলার অভিযোগ তুলেছে দু পক্ষই। গুলিতে একজন জখম হয়েছে বলে দাবি স্হানীয়দের। তার উরুতে গুলি লাগে। তাকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Purba Bardhaman: Violence during picnic
Purba Bardhaman: Violence during picnic
advertisement

এলাকার দখল কাদের হাতে থাকবে তা নিয়ে শাসক দলের দুটি গোষ্ঠীর (TMC) মধ্যে রেষারেষি থাকলেও এতোদিন বেলকাশ অঞ্চল শান্তই ছিল। কিন্তু পিকনিকে একটি বচসাকে কেন্দ্র করে রীতিমত অশান্ত হয়ে উঠলো বর্ধমান শহর লাগোয়া এই এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে এলাকায় বোমাবাজি হয়। গুলি চলে। আতঙ্কিত বাসিন্দাদের অনেকেই ঘরে ঢুকে যান। তাঁদের দাবি, এলাকায় আরও অনেক বোমা গুলি মজুত রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সে সব বাজেয়াপ্ত করুক। নচেৎ ফের অশান্তি শুরু হবে।

advertisement

আরও পড়ুন - ‘‘এভাবে আমি আর থাকতে পারব না’’- ডুকরে ডুকরে কেঁদে বলছিলেন Ravichandran Ashwin-র স্ত্রী Priti

ইংরেজি নববর্ষের প্রথম দিন দামোদরের তীরে ইদিলপুরে পিকনিক (Picnic) করতে গিয়েছিলেন অনেকেই। সেখানেই দুপুরের পর গাড়ি পার্ক করা নিয়ে দু দল যুবকের মধ্যে বচসা  (Violence in Picnic) হয়। তার জেরে কিছু যুবককে আটকে রাখা হয় বলে অভিযোগ। তা নিয়ে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দু পক্ষকে নিয়ে আলোচনা করে বিবাদ মেটানোর চেষ্টা হয়। কিন্তু রবিবার সকাল থেকেই বোমা গুলির শব্দে আতংক ছড়িয়ে পড়ে এলাকায়। এক পক্ষের অভিযোগ, যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি (BJP) করতে গিয়েছিল তারাই এখন তৃণমূলের (TMC) দখল নিতে চাইছে। তাতে বাধা পেয়েই বোমা গুলির আশ্রয় নিচ্ছে তারা। অন্য পক্ষের অভিযোগ,এলাকার দখল নিজেদের হাতে রাখতেই দুষ্কৃতীদের একজোট করে আমাদের ওপর হামলা চালানো হচ্ছে। দু পক্ষেরই দাবি, তারা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী।

advertisement

আরও পড়ুন - Delhi police injured: কুখ্যাত মাদক চোরাচালানকারীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

বিজেপির (BJP) অভিযোগ, এলাকায় তোলাবাজি নিয়ে তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। সাধারন মানুষকে তার ফল ভোগ করতে হচ্ছে। এটাই তৃণমূলের সংস্কৃতি। এলাকায় দামোদরের বেআইনি বালিঘাট রয়েছে। সেখানের টাকার ভাগ বাঁটোয়ারা নিয়েই এই লড়াই। জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, পিকনিক করা নিয়ে গ্রামবাসীদের মধ্যে বিবাদের জেরে গোলমাল। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Saradindu Ghosh

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: পিকনিকে বচসার জের, গুলি বোমায় কেঁপে উঠলো এলাকা, কোথায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল