তিনি জানান, বাবাকে কে খুন করেছে তিনি জানেন না। এর পিছনে অন্য কারুর হাত রয়েছে। জানা গিয়েছে মৃতের নাম গোলাম মোস্তাফা মণ্ডল (৭০)। মন্তেশ্বর থানার পুলিশ অভিযুক্ত ছেলে জাহিদুল মণ্ডলকে মঙ্গলবার করে। সূত্রের খবর, গোলাম মোস্তাফা চাষ করতেন। ছেলে জাহিদুল নির্দিষ্ট কোনও কাজ করত না। মঙ্গলবার সকালে ঘরে ঘুমাচ্ছিলেন মোস্তাফা। ঘুমন্ত অবস্থায় বাবাকে ধারালো অস্ত্রের কোপে ছেলে খুন করেছে বলে অভিযোগ। বাবার খুনের জন্যে ভাইকেই দায়ী করেছেন মৃত মোস্তাফার মেয়ে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে অস্বীকার করেন ধৃত জাহিদুল।
advertisement
আরও পড়ুনঃ কাজে বেরিয়ে আর ফেরেননি বাড়ি! পাঁচ দিন নিখোঁজ থাকার পর জলে ভেসে উঠল… নদীর ধারে পড়ে সাইকেল
খুনের ঘটনার পর থেকে মন্তেশ্বরের আকবর নগর গ্রাম একেবারে থমথমে। স্থানীয়রা জানাচ্ছেন, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ গোলাম মোস্তফা মণ্ডল তাঁর বাড়িতেই ঘুমাচ্ছিলেন। সেই সুযোগে ছেলে জাহিদুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ চালায় বাবার শরীরে। রক্তে ভেসে যায় গোটা ঘর। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম মোস্তফার। পারিবারিক বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে , কানাঘুষো এমনটাই খবর এলাকায়।