TRENDING:

'কে মেরেছে জানি না', আদালতে দাঁড়িয়ে বাবাকে কুপিয়ে খু*নের অভিযোগ অস্বীকার ছেলের, দিদির চোখে 'দোষী' ভাই

Last Updated:

Purba Bardhaman: ঘুমন্ত অবস্থায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বুধবার দুপুরে কালনা মহকুমা আদালতে তোলা হলে ধৃত ছেলে বাবাকে খুনের অভিযোগ অস্বীকার করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মন্তেশ্বর, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: ঘুমন্ত অবস্থায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কুসুম গ্রামের আকবর নগরের ঘটনা। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে কালনা মহকুমা আদালতে তোলা হলে ধৃত ছেলে বাবাকে খুনের অভিযোগ অস্বীকার করেন।
মন্তেশ্বরে বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে
মন্তেশ্বরে বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে
advertisement

আরও পড়ুনঃ কীটনাশকে থমকে গেল মেধাবী ছাত্রের জীবন! ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য ভাটিবাড়িতে

তিনি জানান, বাবাকে কে খুন করেছে তিনি জানেন না। এর পিছনে অন্য কারুর হাত রয়েছে। জানা গিয়েছে মৃতের নাম গোলাম মোস্তাফা মণ্ডল (৭০)। মন্তেশ্বর থানার পুলিশ অভিযুক্ত ছেলে জাহিদুল মণ্ডলকে মঙ্গলবার করে। সূত্রের খবর, গোলাম মোস্তাফা চাষ করতেন। ছেলে জাহিদুল নির্দিষ্ট কোনও কাজ করত না। মঙ্গলবার সকালে ঘরে ঘুমাচ্ছিলেন মোস্তাফা। ঘুমন্ত অবস্থায় বাবাকে ধারালো অস্ত্রের কোপে ছেলে খুন করেছে বলে অভিযোগ। বাবার খুনের জন্যে ভাইকেই দায়ী করেছেন মৃত মোস্তাফার মেয়ে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে অস্বীকার করেন ধৃত জাহিদুল।

advertisement

আরও পড়ুনঃ কাজে বেরিয়ে আর ফেরেননি বাড়ি! পাঁচ দিন নিখোঁজ থাকার পর জলে ভেসে উঠল… নদীর ধারে পড়ে সাইকেল

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

খুনের ঘটনার পর থেকে মন্তেশ্বরের আকবর নগর গ্রাম একেবারে থমথমে। স্থানীয়রা জানাচ্ছেন, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ গোলাম মোস্তফা মণ্ডল তাঁর বাড়িতেই ঘুমাচ্ছিলেন। সেই সুযোগে ছেলে জাহিদুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ চালায় বাবার শরীরে। রক্তে ভেসে যায় গোটা ঘর। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম মোস্তফার। পারিবারিক বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে , কানাঘুষো এমনটাই খবর এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'কে মেরেছে জানি না', আদালতে দাঁড়িয়ে বাবাকে কুপিয়ে খু*নের অভিযোগ অস্বীকার ছেলের, দিদির চোখে 'দোষী' ভাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল