পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অভিযুক্ত সুজল হাজরা সহ আরো তিনজনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে টোটোর ব্যাটারি, সহ টোটো। দৈলতাবাদের আলাইহিম শেখ (৩০) নামে ওই টোটো চালকের মৃতদেহ উদ্ধার হয়েছে কুদবাপুকুর এলাকার একটি পুকুর থেকে।
আরও পড়ুন : কটুক্তির বদলে এখন পান বাহবা! এমন প্রতিমা শিল্পীর দেখা সহজে মেলে না! ছক ভাঙা পথে এগিয়ে সফল
advertisement
রবিবার বহরমপুরে ডিএসপি সুশান্ত রাজবংশী জানিয়েছেন, গত ২৭ সেপ্টেম্বর পঞ্চমীর দিন দৌলতাবাদের টোটো চালক আলাইহিম শেখ নিজের টোটো নিয়ে বহরমপুর এসেছিলেন। ওইদিন রাত্রে বহরমপুর থানার চোঁয়াপুর এলাকায় সুজল হাজরা বহরমপুরে এসে টোটো ভাড়া করে আলাইহিমের। এরপর রাস্তার মধ্যে বাথরুম করার নাম করে টোটো দাঁড় করিয়ে মারধর করা হয় ওই টোটো চালককে বলে অভিযোগ। তাঁকে জলে ডুবিয়ে হত্যা করে সুজল হাজরা বলে অভিযোগ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর ওই টোটোর ব্যাটারি চুরি করে এক ভ্যান চালককে ডেকে অন্য একজনকে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে। ওই ঘটনার দু’দিন পর ওই টোটো চালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর পুলিশ জানতে পারে ওই টোটো চালককে খুন করা হয়েছে। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত সুজল হাজরা সহ ভ্যান চালক এবং চুরি করা ব্যাটারি কেনার অভিযোগে আরও দুই জনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাদের গ্রেফতার করে বহরমপুর আদালতে তোলা হয়েছে ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে।