আরও পড়ুন: সবজি চাষেই বাজিমাত! লক্ষাধিক টাকার ঋণ শোধ! কী চাষে মজলেন 'এই' ভাগচাষি?
সূত্রের খবর, ১১৬ নম্বর জাতীয় সড়কের হলদিয়া মেচেদা রুটের বেশ কয়েকটি বাসের সময়সূচি বদল করা হয়েছে। যার ফলে এবার থেকে এইসব বাসগুলিকে প্রায় ১৭/১৮ ঘণ্টা পর্যন্ত বাস চালাতে হবে। যা নিয়ে ক্ষুব্ধ বাস চালক ও কর্মীরা৷ প্রতিবাদ জানাতে হলদিয়া থেকে মেচেদাগামী এবং মেচেদা থেকে হলদিয়াগামী বাসগুলি থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে খালি বাস নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: বন্ধ ঘরের মধ্যে মহিলার সঙ্গে এ কী কাণ্ড! সাতসকালেই আঁতকে উঠল নিউটাউন
তবে এহেন প্রতিবাদের জেরে করুণ অবস্থা যাত্রীদেরল৷ অফিস টাইমে বাস কর্মচারীদের বিক্ষোভের জেরে গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই বাস থেকে নেমে যেতে হয়েছে৷ যার জেরে গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না নিত্যযাত্রীরা। তার উপর গরম৷ সব মিলিয়ে কালঘাম ছুটছে যাত্রীদের৷
সুজিত ভৌমিক