আরও পড়ুন: চারিদিকে বিয়ের মরশুম তবুও ফুল বাজারে দাম নেই! মাথায় হাত ফুলচাষিদের
তিনি এককভাবে কায়াকিং করলেও তার সঙ্গে একটি বড় নৌকাতে সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত কর্মসূচি আহ্বায়ক সঞ্জয় দাস সহ পাঁচ প্রতিনিধির দল সদা সর্বদা তার খোঁজখবর রেখে চলেছেন। তিনি বলেন, সমাজ জীবনে বোঝা দরকার প্রায় সমস্ত এডভেঞ্চার স্পোর্টসই প্রকৃতি নির্ভর ও তরুণ প্রজন্ম এতে আকর্ষিত হয়ে যুক্ত হয়। তাদের পরিবেশের প্রতি ভালবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলা একান্ত জরুরি। তাই মুর্শিদাবাদের আহিরণ ঘাট থেকে কলকাতার প্রিন্সেপ ঘাট পর্যন্ত প্রায় ৪০০ কিমি একক কায়াকিং এর আযোজন করা হয়েছে। এটি একটি ‘একক অভিযান’ হলেও তা আসলে ব্যাক্তি একজনের অভিযান নয়, সম্মিলিত ভাবে বৃহত্তর পরিসরে সমষ্টিগত দায়িত্ব পালনের জন্য বৃত্তটি বড় করার এক ভিন্ন প্রচেষ্টা।
advertisement
আরও পড়ুন: আর যেতে হবে না কলকাতায়, হার্টের যেকোনও সমস্যার চিকিৎসা এখন রানাঘাটে
এই দীর্ঘ প্রায় ৪০০ কিলোমিটার নদী যাত্রাপথে নদী তীরবর্তী এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক সংগঠন, এলাকার নদীর ওপর নির্ভরশীল সম্প্রদায় সহ সাধারণ মানুষের সঙ্গে নদী এবং নদী তীরবর্তী পরিবেশের বিভিন্ন বিষয়, জীবন- জীবিকার সমস্যা, গাঙ্গেয় শুশুক সহ জলজ জীব বৈচিত্র্য, শাখা ও উপনদী, খাল ইত্যাদি নিয়ে মতের আদান প্রদান করা হবে যেমন, ঠিক তেমন তথ্য সংগ্রহ করা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নথিবদ্ধকরার চেষ্টা করা হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যাতে করে পরবর্তী সমযে বিষয়গুলি নিয়ে ধারাবাহিক চেষ্টায় গঠনমূলক কাজের ইতিবাচক পদক্ষেপ করা সম্ভবপর হয়।
Mainak Debnath