Nadia News: চারিদিকে বিয়ের মরশুম তবুও ফুল বাজারে দাম নেই! মাথায় হাত ফুলচাষিদের

Last Updated:

রানাঘাট স্টেশন থেকে কয়েক কিলোমিটার ভিতরেই ধানতলা নোকারী ফুলের বাজার, রমরমে বিয়ের মরশুম ফুল বিক্রি হচ্ছে না

+
ফুল

ফুল নিয়ে বিক্রেতা বসে আছেন

রানাঘাট: চারিদিকে বিয়ের মরশুম। বিয়েতে ফুল হল এমন একটি উপাদান যা অতি অবশ্যই প্রয়োজনীয়। শুধু বিয়ে নয় যে কোন উৎসব অনুষ্ঠান এবং পুজোতেও ফুল একটি অপরিহার্য অঙ্গ। তবে রমরমে বিয়ের মরশুম চললেও সেই অর্থে ফুল বিক্রি হচ্ছে না বলেই জানালেন বাজারের পাইকারি ফুল বিক্রেতা এবং চাষিরা। অকাল নিম্নচাপ কেটে গেলেও তার জেরে বর্তমানে ক্ষতির মুখে নদিয়ার ফুল চাষিরা।নদিয়ার ধানতলা থানা এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চাষের জমি। আর এখানে অধিকাংশ চাষিরা চাষ করেন ফুল।
ফুল চাষের উপরই তাদের জীবিকা নির্ভরশীল। এই সমস্ত এলাকায় গাঁদা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গোলাপ সহ বিভিন্ন রকমের ফুল চাষ করা হয়। এখান থেকেই ফুল পাড়ি দেয় দিল্লি, গুজরাট, আসাম, কুচবিহার, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায়। চাষিরা ফুল নিয়ে বিক্রি করতে আসেন নদিয়ার ধানতলা নোকারি ফুলের বাজারে। রানাঘাট স্টেশন থেকে কয়েক কিলোমিটার ভিতরেই ধানতলা নোকারী ফুলের বাজার।
advertisement
advertisement
স্বাভাবিকভাবেই কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন ফুল কিনতে। এছাড়াও বিভিন্ন জেলা ছাড়িয়ে রাজ্য থেকেও ক্রেতা অর্ডার দিয়ে যাচ্ছেন ফুলের। আর সেই ফুল প্যাকিং হয়ে পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এবছর ঠান্ডা কিছুটা দেরিতে পড়লেও সেভাবে সমস্যায় পড়তে হয়নি ফুল চাষিদের। চাষিদেরকথায় এ বছর তারা সেভাবে দামও পাচ্ছেন না ফুলের। অন্যদিকে অকাল নিম্নচাপ বৃষ্টির জেরে ফুল গাছ নষ্ট হয়ে গিয়েছে। এছাড়া বৃষ্টির কারণে ফুলের কালার নষ্ট হয়ে গিয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যার ফলে ফুলের দাম পাচ্ছেন না চাষিরা। আর তাই ক্ষতির মুখে পড়তে হয়েছে ফুল চাষিদের।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: চারিদিকে বিয়ের মরশুম তবুও ফুল বাজারে দাম নেই! মাথায় হাত ফুলচাষিদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement