সর্বোচ্চ ভোট প্রাপক হিসেবে এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অর্পন মণ্ডল শিশু সংসদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। ১৩৮ টি ভোটের মধ্যে ৪০ টি ভোট পেয়েছে সে। ৯৬ শতাংশ ছাত্রছাত্রী এই মজার ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশ নেয়। ছাত্র ও ছাত্রীদের পৃথকভাবে লাইন ছিল। এমনকি ছিল নিরাপত্তা রক্ষী থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিও। সংবাদ মাধ্যমের প্রতিনিধি কীভাবে ভোট পরিচালনা হচ্ছে তাও খতিয়ে দেখেন। যে কোনও রকম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছিল নিরাপত্তা রক্ষীরাও। প্রতি বছরের ন্যায় এবারও ভোটাধিকার প্রয়োগ করে শিশু সংসদের পাঁচ মন্ত্রী এবং বিদ্যালয়ের গ্রন্থগারমন্ত্রী বেছে নেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: মা দুর্গার আরাধনাকে টেক্কা দিচ্ছে শীতলা পুজো! আয়োজনের বহর দেখলে চোখ কপালে উঠবে
সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত। চতুর্থ শ্রেণির দীপ মণ্ডলের প্রতীক ছিল বল। এছাড়াও বই, মাইক্রোফোন, ঝাড়ু, গাছ, সিলিন্ডার, জলের বোতল, সাবান, টুপি, এমনকি পেন চিহ্নে লড়াই করে খুদেরা। এদিকে বন্ধুদের ভোটে প্রধানমন্ত্রী হতে ফেরে খুব খুশি অর্পণ।
কৌশিক অধিকারী