আরও পড়ুন: বাড়ি ফিরে ভাত খাওয়া হল না…দোল খেলার পর গঙ্গায় নেমে তলিয়ে গেল হাওড়ার যুবক
প্রতি বছর ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। দাসপুরে তৈরি হতে চলেছে পাঁচটি পাকা সেতু। খুশি এলাকার মানুষজন। বন্যা এলেই বিভিন্ন নদী বা খালের উপরে থাকা অস্থায়ী বাঁশের সাঁকো ভেঙে যায়। যার ফলে দুপারের মানুষের যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। কোনও এক পাড়ে রয়েছে স্কুল, কলেজ, পঞ্চায়েত অফিস থেকে হাসপাতাল। স্বাভাবিকভাবে যাতায়াত বন্ধ হয়ে যায় বেশ কয়েক মাস, ঘুরপথে আসতে হয় নিত্য কাজের জন্য। তবে এবার সকলের জন্য খুশির খবর।
advertisement
আরও পড়ুন: দেওয়া হল না বাকি পরীক্ষা, দোল খেলার পর পুকুরে নেমে মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জানা গেছে দাসপুর দু’নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় পাঁচটি কংক্রিটের সেতু তৈরির ছাড়পত্র দিয়েছে সেচ দফতর। দ্রুত সেই কাজ শুরু করতে চলেছে প্রশাসন ইতিমধ্যে টেন্ডারও হয়ে গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে,১৯কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই পাঁচটি সেতু। অনেকেই মনে করছেন আরও একধাপ এগিয়ে গেল ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ। মার্চ মাসে শুরু হবে ওই পাঁচটি সেতু তৈরির কাজ। ইতিমধ্যেই ওই সেতুগুলির টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়ে গেছে বলে জানা গিয়েছে।
ঘাটাল মাস্টার প্ল্যান আওতায় থাকা দাসপুর ২ নাম্বার ব্লকের চন্দ্রেশ্বর খাল ও পলাশপাই সহ অন্যান্য খাল গুলির ওপরে তৈরি হবে সেতুগুলি। যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে সাধারণ মানুষের।প্রতিবছর বন্যায় বানভাসী হয় সাধারণ মানুষ। রাস্তার উপর চলে নৌকো। অস্থায়ী সাঁকো ভেঙে যাওয়ায় বিপদে পড়েন সাধারণ মানুষ। তবে দ্রুত কাজ শুরু হলে উপকৃত হবেন সকলে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।
রঞ্জন চন্দ