বর্তমানে বেকারত্ব মিটাতে চাকরির বাজারে এবার দেখা গেল অভিনব চিত্র। বাবা ও ছেলে একসঙ্গে বসে পরীক্ষা দিলেন প্রাথমিকের টেট। দিলওয়ার হাসান এমএ পাস করবার পরে D.L.ED পাঠরত এবং মোকাম্মেল হোসেন চাদর প্রাথমিক বিদ্যালয়ের প্যারা টিচার। দু’জনেই চাকরিপ্রার্থী। মোকাম্মেল হোসেন জানালেন, যে এর আগে বেশ কয়েকবার টেট পরীক্ষা তিনি দিয়েছেন সফল হতে পারেননি। এবার তিনি আশা রাখছেন সফল হবেন।
advertisement
আরও পড়ুন: LPG-আধার বায়োমেট্রিক ভেরিফিকেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে না দাঁড়িয়ে এই কাজটি করুন, ঘরে বসেই সমাধান
তিনি যেহেতু প্যারা টিচার তাই পূর্ণ সময়ের শিক্ষক হয়ে ওঠার লড়াই চলছে। অন্যদিকে, দিলওয়ার হাসান রেগুলার স্টুডেন্ট। তিনি আক্ষেপের সুরে বললেন, ‘প্রতি বছর নিয়ম করে যদি পরীক্ষা হত তাহলে বাবাকে হয়তো এই দিন দেখতে হত না। বাবার চাকরিটা হয়ে গেলে হয়তো আমি একটু ভাল জায়গায় পৌঁছতে পারতাম।’
আরও পড়ুন: যাদবপুরের পড়ুয়াদের ডিগ্রি অবৈধ হোক চান না আচার্য, জরুরি বৈঠক করে কড়া বিবৃতি রাজভবনের
এবারের টেট পরীক্ষায় বাবা ও ছেলে উভয়েই সাফল্য পাবেন এমনটাই তারা আশা করছেন।
কৌশিক অধিকারী
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F