তাপপ্রবাহের জেরে ইতিমধ্যেই সব স্কুল দুপুরের বদলে সকালে চালু রাখার পরামর্শ দিয়েছে রাজ্য। পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যেই দুপুরের বদলে সকালে প্রাথমিকের পঠনপাঠন চলছে। গতকাল জেলায় গরমে পনেরো জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। এর পরই আজ প্রাথমিক স্কুলের পঠনপাঠনের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন- পথচারী মহিলাকে পিষে দিল ডাম্পার লরি! দুর্ঘটনার সেই হাড়হিম করা ভিডিওর CCTV ফুটেজ
advertisement
জেলায় সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত পঠন পাঠন চলছে। ছুটির সময় এক ঘন্টা কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ বেলা সাড়ে এগারোটার বদলে সাড়ে দশটা পর্যন্ত স্কুল চালু থাকবে। এর ফলে তাপপ্রবাহ শুরু হওয়ার আগেই পড়ুয়ারা বাড়ি ফিরে যেতে পারবে। শনিবার আগেই স্কুল ছুটি হয়। তাই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই নির্দেশ জারি থাকার কথা বলা হয়েছে।
পূর্ব বর্ধমান জেলায় সর্বোচ্চ তাপমাত্রা এখন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ের গড় তাপমাত্রার প্রায় পাঁচ ডিগ্রি বেশি। বেলা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে লু বইছে। বেলা এগারোটার পর বাড়ির বাইরে টেকা দায় হয়ে উঠছে। এতে শিশু কিশোরদের অসুস্থ হওয়ার আশংকা থেকে যাচ্ছে। সে কারণেই প্রাথমিক স্কুল খোলা রাখা সময়সীমা কমানো হল বলে প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকরা জানিয়েছেন।
আরও পড়ুন- তীব্র গরমে মরূদ্যানের মতো এই জলসত্র মনে করিয়ে দিচ্ছে বিভূতিভূষণের ছোটগল্পকে
অভিভাবকরা এই সিদ্ধান্তে খুশি। তবে সময়সীমা আরও কিছুটা কমানো হলে ভাল হতো বলেও মত প্রকাশ করেছেন অনেকে। তাঁদের মতে, আগামী কয়েকদিন সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত স্কুল হলে আরও ভাল হতো। কারণ, সাড়ে দশটার পর ছুটি হলে বাড়ি ফিরতে অনেকের এগারোটা- সাড়ে এগারোটা বেজে যাবে। তাতে প্রাথমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্তের তেমন সুফল মিলবে না।