Murshidabad Summer: তীব্র গরমে মরূদ্যানের মতো এই জলসত্র মনে করিয়ে দিচ্ছে বিভূতিভূষণের ছোটগল্পকে

Last Updated:

Murshidabad Summer: একটু বৃষ্টির আশায় চাতকের মত আকাশের দিকে চেয়ে থাকলেও হাওয়াঅফিসও শোনাতে পারছে না কোনও আশার বাণী। উল্টে তাপপ্রবাহের সতর্কতাই জারি রেখেছে।

Murshidabad Summer
Murshidabad Summer
বড়ঞাঃ তীব্র তাপপ্রবাহের ফলে নাজেহাল মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা। তাপমাত্রার পারদ প্রায় ৪৪ ডিগ্রি ছুঁই ছুঁই। সকাল ন'টা বাজতে না বাজতেই শুনশান রাস্তাঘাট। নিতান্তই প্রয়োজন না পড়লে বেরোচ্ছেন না কেউই। একটু বৃষ্টির আশায় চাতকের মত আকাশের দিকে চেয়ে থাকলেও হাওয়াঅফিসও শোনাতে পারছে না কোনও আশার বাণী। উল্টে তাপপ্রবাহের সতর্কতাই জারি রেখেছে।
জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষের কথা মাথায় রেখে জলসত্রের ব্যবস্থা করা হল বড়ঞা ব্লকে। পথচলতি তৃষ্ণার্ত, সাধারণ মানুষ-সহ সবাইকে জল দেওয়া হচ্ছে এই জলসত্র থেকে। জলের সঙ্গে শরীর ঠান্ডা করার জন্য রয়েছে বাতাসা। প্রচন্ড গরমে তেষ্টার মধ্যে এক গ্লাস জল পেয়ে খুশি প্রকাশ করেছেন পথ চলতি সাধারণ মানুষ জনও।
advertisement
advertisement
আরও পড়ুন : দুপুরের তীব্র গরমে পথচলতি মানুষের দিকে পুলিশের মানবিক হাত এগিয়ে দিল জলের বোতল
স্বামী বিবেকানন্দ বাণীতে উদ্বুদ্ধ হয়ে জীবন্ত ঈশ্বরের সেবাতেই উদ্যোগী হয়েছে বড়ঞা ব্লকের কুরিচা তরুণ সংঘ। অভিনব উদ্যোগে পথচলতি সাধারণ মানুষের হাতে জল তুলে দেওয়া হচ্ছে। পথচলতি তৃষ্ণার্ত মানুষ এই জল পেয়ে বেশ খুশি প্রকাশ করেছেন। তাঁদের কথায়, গরম থেকে বাঁচতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। অতি প্রয়োজন ছাড়া কেউ বার হচ্ছেন না বাড়ি থেকে। যারা বেরোচ্ছেন তাঁরাও বিশ্রাম নিতে গাছের তলায় আশ্রয় নিচ্ছেন প্রায় সকলেই। তৃষ্ণার্ত পথিকের হাতে জল তুলে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচলতি সকল স্তরের মানুষ জন। সমগ্র বৈশাখ মাস জুড়েই চলবে এই জলছত্র, বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁদের এই উদ্যোগ মনে করিয়ে দিচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘জলসত্র’ ছোটগল্পটিকে৷
advertisement
( প্রতিবেদন : কৌশিক অধিকারী)
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Summer: তীব্র গরমে মরূদ্যানের মতো এই জলসত্র মনে করিয়ে দিচ্ছে বিভূতিভূষণের ছোটগল্পকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement