Chinsurah Dutch cemetery : এ রহস্যের সমাধান হবে? চুঁচুঁড়ায় ৩০০ বছরের ওলন্দাজ গোরস্থানে গণ্ডগোল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Chinsurah Dutch cemetery : এএসআইয়ের পক্ষ থেকে সমাধিক্ষেত্রটি জাতীয় গুরুত্বপূর্ণ সমাধিস্থল বলে ঘোষণা করার পর থেকেই সংরক্ষণের কাজ শুরু হয়।
হুগলি: চুঁচুড়া ছিল একসময়ের ওলন্দাজদের উপনিবেশ। বেশ কিছু ওলন্দাজদের নিদর্শন আজও এখানে বর্তমান। তাদের মধ্যে অন্যতম হলো ওলন্দাজদের সমাধিক্ষেত্র। বর্তমানে এই সমাধিক্ষেত্রটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় রয়েছে। এএসআইয়ের পক্ষ থেকে সমাধিক্ষেত্রটি জাতীয় গুরুত্বপূর্ণ সমাধিস্থল বলে ঘোষণা করার পর থেকেই সংরক্ষণের কাজ শুরু হয়।
গোরস্থানটি সংরক্ষণের কাজ চলছিল জোর কদমেই। কিন্তু মাঝপথে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া টিমকে বিশেষ এক সমস্যার সম্মুখীন হতে হয়। গোরস্থানটি এতটাই পুরাতন যে বেশ কিছু সমাধির ওপর খোদাই করা নাম পরিচয় অস্পষ্ট হয়ে গিয়েছে। এই গোরস্থানে মোট সমাধি ছিল ২০৮ টি, সেখানে পুনরুদ্ধার করা হয়েছে ১৯০ টির মতো সমাধি। এর থেকেও বড় সমস্যা যেটি তা হল, এই স্থানে প্রতিটি সমাধির ওপর একটি করে শিলালিপি ছিল। যার মধ্যে লেখা থাকত এই সমাধিটি কার, কবে তিনি মারা গেছেন, তিনি কী করতেন, এছাড়াও আরও অনেক তথ্য।
advertisement
আরও পড়ুন : অতীতের স্মৃতি নিয়ে আজও খগেনবাবুর নিত্য দিনের সঙ্গী রেডিও
কিন্তু সমস্যা হল সব ক’টি সমাধির ফলকগুলোর লেখা পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না। এটাই হল গোরস্থানের মূল গন্ডগোল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০০ বছরেরও বেশি পুরনো এই ডাচ সমাধিক্ষেত্রটি। দীর্ঘকাল যাবত এই গোরস্থানের সমাধিগুলো অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছিল। এ এস আই এর তৎপরতায় সংস্করণ এর কাজ চলছে।
advertisement
advertisement
আরও পড়ুন : অতীতের তিরস্কারই আজকের পুরস্কার, শিস দিয়ে গান গেয়ে ভাইরাল ফুলিয়ার ব্যবসায়ী
কিন্তু সমাধির ওপর যে শিলালিপিগুলো ছিল সেগুলির লেখা একদমই অস্পষ্ট হয়ে গেছে। কেমিক্যাল অ্যানালিসিস দিয়ে ওই ফলকগুলোর লেখাকে উদ্ধার করার চেষ্টা চলছে। বেশ কিছু উদ্ধার সম্ভব হলেও অনেকগুলো সমাধির ফলক উদ্ধার সম্ভব হয়নি। তবে যে সমাধিগুলোর ফলক পুনরুদ্ধার সম্ভব হয়নি তবে তাতে কী লেখা ছিল তা কি রহস্যই থেকে যাবে? এমনই প্রশ্ন তুলছেন এলাকার স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2022 11:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chinsurah Dutch cemetery : এ রহস্যের সমাধান হবে? চুঁচুঁড়ায় ৩০০ বছরের ওলন্দাজ গোরস্থানে গণ্ডগোল