TRENDING:

সুখবর, ১৮ বছর পর! প্রাথমিকে এবার প্রধান শিক্ষক নিয়োগ! বিজ্ঞপ্তি জারি জেলায়, জানুন বিশদে!

Last Updated:

বহু বছর পর একাধিক বিদ্যালয় পেতে চলেছে প্রধান শিক্ষক। খুশির হাওয়া জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা মহলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: এবার একাধিক প্রাথমিক বিদ্যালয়গুলি পাবে প্রধান শিক্ষক। প্রায় ১৮ বছর পর স্কুল গুলিতে নিয়োগ করা হবে প্রধান শিক্ষক। বিশেষ অভিজ্ঞতা ও বেশ কিছুবপদ্ধতি মেনেই নিযুক্ত করা হবে প্রাথমিক প্রধান শিক্ষকদের। ইতিমধ্যে সেই তোড়জোড় শুরু হয়েছে জেলা জুড়ে। ডিপিএসসি এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

মেপে দেওয়া হয়েছে যোগ্যতার মাপকাঠি। স্বাভাবিকভাবে প্রাথমিক স্কুলগুলিতে নতুন প্রধান শিক্ষক নিযুক্ত হলে বাড়বে পড়ার মান। খুশির হাওয়া অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। আগামী ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে যোগ্য এবং ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা আবেদন জানাতে পারবেন।

সাপের কামড়ের ‘রাজধানী’! আবহাওয়া অনুযায়ী বদলে যায় এই সাপের বিষের প্রভাব! নতুন গবেষণায় যা জানা গেল…!

advertisement

৫ম জেনারেশন ফাইটার জেট প্রযুক্তিতে পিছোলেও বিশেষ এই ক্ষেত্রে চিন, ইউরোপকে টেক্কা ভারতের! ভারতীয় বিজ্ঞানীদের সাফল্যে আপনি গর্বিত হবেন!

সংসদের দেওয়া নির্দিষ্ট বয়ান বা ফর্মাটে আবেদন জানাতে হবে অবর বিদ্যালয় পরিদর্শক বা এসআই-এর কার্যালয়ে। ডিপিএসসি-র প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য শিক্ষকদের ২০০১ সালের ৩ সেপ্টেম্বর বা তার আগে নিযুক্ত শিক্ষকের মাধ্যমিক পাশ এবং ১ বছর বা ২ বছরের শিক্ষকতার প্রশিক্ষণ থাকতে হবে। শুধু তাই নয়, ২০০১ সালের ৩ সেপ্টেম্বরের পর থেকে ২০০৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রেও একই নিয়ম।

advertisement

ভারতে রেল সফরে খাবার অর্ডার করলেন ব্রিটিশ পর্যটক, যা ঘটল তাঁর সঙ্গে, অভিজ্ঞতা জানালেন ভিডিওতে!

২০০৫ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এই যোগ্যতার মাপকাঠি হলউচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর বা স্নাতক এবং দু’বছরের ডি.এল.এড বা পিটিটিআই প্রশিক্ষণ। এ ছাড়াও স্পেশাল ডি.এড, স্পেশাল বি.এড বা সাধারণ বি.এড করা থাকলে ৬ মাসের ব্রিজ কোর্স সম্পূর্ণ থাকতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও ইন্টারভিউ হবে না। সেলফ অ্যাসেসমেন্টে ৩০ নম্বর থাকবে।

advertisement

এই নিয়োগ হবে সার্কেল বা চক্র অনুযায়ী অর্থাৎ শিক্ষক-শিক্ষিকারা নিজেদের সার্কেলেই প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা হতে পারবেন। জেলায় মোট শূন্যপদ প্রায় আড়াই হাজার।অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দেওয়া হবে বলেও জানানো হয়েছে। বিশদে জানতে ডিপিএসসি এর প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুখবর, ১৮ বছর পর! প্রাথমিকে এবার প্রধান শিক্ষক নিয়োগ! বিজ্ঞপ্তি জারি জেলায়, জানুন বিশদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল