TRENDING:

Rain Prediction: বৃষ্টি আনতে ব্যাঙের বিয়ে! মেনু আরশোলা ও পোকামাকড়ের পঞ্চ ব্যঞ্জন

Last Updated:

Nadia News: গতবছর নাকি ব্যাঙেদের বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে এসেছিল বৃষ্টি, সেই বিশ্বাসেই এ বছরও দেওয়া হল ব্যাঙের বিয়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: গতবরে তীব্র দহন জ্বালা মিটে ছিল ব্যাঙের বিয়ে দিয়ে, হয়েছিল পাঁচ দিনের লাগাতার বৃষ্টি এবারেও সেই বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে, ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর জন্য এলাহী আয়োজন তারা খুশি হলেই নাকি মিলবে স্বস্তি। নেই বিয়ে জন্য মৌলবী কিংবা পুরোহিত! তবে গায়ে হলুদ, জলসইতে যাওয়া, ছাদনাতলা, গহনা যৌতুক রয়েছে বিয়ের সবকিছু আয়োজন।
advertisement

মধ্যাহ্নভোজে এলাকার জাতি ধর্ম নির্বিশেষে প্রায় সকলেরই আমন্ত্রণ অর্থাৎ তীব্র এই গরমেও ধ্বংস হতে হতে রক্ষা প্রাপ্ত পাড়ার একমাত্র বট গাছের তলায় পাত পেড়ে খাওয়া। আকার আকৃতিতে ছোট হলেও ঢোল খোল তাসা সবই আছে বিনোদনের জন্য, আট থেকে আশি বরযাত্রী হোক, কি কন্যাযাত্রী সকলেই নাচের তালে মিলেমিশে এক। তবে এ সকল আয়োজন শুধুমাত্র দুর্লভ মেঘ দর্শনের জন্য তবে হ্যাঁ অবশ্যই স্বস্তির বৃষ্টির প্রত্যাশায়।

advertisement

আরও পড়ুনSummer Water Drinking Tips: কেউ বলছে ৩ লিটার, কেউ বলছে ৪, গরমে আপনার শরীরের কত লিটার জল চাই? হিসেব খুব সহজ, রইল চার্ট

এলাকাবাসীর বিশ্বাস গত পাঁচ বছর ধরে এভাবেই তারা বৃষ্টি আনেন পরম শক্তিমানের আশীর্বাদে। যার মধ্যে গতবার হয়েছিল মিরাকেল! ব্যাঙের বিয়ে দিতে দিতে চলে এসেছিল বৃষ্টি, সময় এবং তীব্রতা এতই বেশি ছিল যে খাবারদাবার ভাগ করে বাড়িতে নিয়ে গিয়ে খেতে হয়েছিল। এরপর নাকি টানা পাঁচ দিন ধরে লেগেছিল বৃষ্টি শুরু হয়েছিল বর্ষার। আর সেই বিশ্বাসেই এবারও।

advertisement

বৃষ্টি লাভের আশায় ব্যাঙের বিয়ে নদিয়ার শান্তিপুর নতুনহাট করাত কল এলাকায়, আমন্ত্রিতদের মধ্যাহ্নভোজ খিচুড়ি, আলুর দম, ছ্যাঁচড়া, চাটনি, দই, মিষ্টি দিয়ে। তবে ব্যাঙের মেনু আরশোলা এবং বিভিন্ন পোকার পঞ্চ ব্যঞ্জন! শোভাযাত্রা সহ বিবাহের পর ছেড়ে দেওয়া হল স্বাভাবিক বাসস্থানে। এলাকাবাসীদের দাবি তারা সুখী থাকলে তবেই হবে বৃষ্টি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rain Prediction: বৃষ্টি আনতে ব্যাঙের বিয়ে! মেনু আরশোলা ও পোকামাকড়ের পঞ্চ ব্যঞ্জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল