ব্যাকটেরিওফাজ AHPMCC7 চিংড়ির রোগ সৃষ্টিকারী অ্যারোমোনাস হাইড্রোফিলার ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে পারে এবং চিংড়ি চাষ যে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল, তার থেকে সম্পূর্ণভাবে রেহাই পাবে ব্যবসায়ীরা। সম্পূর্ণ জিনোম সিকুয়েন্স বিশ্লেষণ করে দেখা গেছে যে, অ্যারোমোনাস সংক্রমক ব্যাকটেরিওফেজ AHPMCC7 আহফুনাভাইরাসগণের একটি নতুন প্রজাতি। অতি সম্প্রতি ২০২৫ বর্ষের রিপোর্টে ভাইরাসের শ্রেণীবিন্যাস সংক্রান্ত আন্তর্জাতিক কমিটি (ইন্টারন্যাশনাল কমিটি অন ট্যাক্সোনমি অফ ভাইরাস বা ICTV) যারা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ভাইরাসের শ্রেণীবিন্যাস এবং নামকরণের অনুমোদন নিয়ে সংগঠিত করে, মেদিনীপুর সিটি কলেজের মাইক্রোবায়োলজি পরীক্ষাগারে প্রাপ্ত ভাইরাসের এই প্রজাতিটিকে ‘নতুন প্রজাতি’ হিসেবে মান্যতা দেয় এবং তাদের ডাটাবেসে অন্তর্ভুক্ত করেন।
advertisement
আরও পড়ুন: এই গেল গেল পরিস্থিতি…! সুবর্ণরেখায় তুমুল জল বাড়তেই ব্যাক টু ব্যাক আতঙ্ক মেদিনীপুরের এইসব এলাকায়
কলেজ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের সিটি কলেজের বাঙালি বিজ্ঞানী কুন্তল ঘোষ এবং গবেষক পড়ুয়া স্মিতা ঘোষ এই নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। গবেষকদের বক্তব্য, “ICTV এবং ভাইরোলজি দ্বারা এই কাজটির স্বীকৃতিতে আমি খুবই খুশি। এই কাজটি ব্যাকটেরিওফাজ নিয়ে মাল্টি ড্রাগ প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার আগ্রহকে আরও বেশি পরিমাণ উৎসাহ প্রদান করবে।” তাদের এই সুদীর্ঘ বছর ধরে চলা গবেষণালব্ধ কর্মটি মেদিনীপুর সিটি কলেজের নিজস্ব অর্থানুকূল্যে সংগঠিত হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই গবেষক দলে ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক সুদীপ্ত চক্রবর্তী এবং প্রতিষ্ঠানের পুষ্টিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা শ্রাবণী প্রধান। আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠানের খ্যাতনামা অধ্যাপকের এই সাফল্যে স্বভাবতই খুশি অধ্যাপক থেকে পড়ুয়া সকলেই।
রঞ্জন চন্দ