আরও পড়ুন: রাজ্য স্কুল গেমসে তাইকোন্ডে বিরাট সাফল্য, মালদহের ঝুলিতে চার সোনা সহ সাত পদক
গত ১৫ থেকে ২০ বছর মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করার জন্য বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়িয়েছেন এই প্রবীণ মানুষটি। নিজে চারা গাছ তৈরি করে মানুষের হাতে তুলে দেন। কখনও গাছের বীজ সংগ্রহ করতে পূর্ব মেদিনীপুরের ময়নার বাড়ি থেকে ছুটে আসেন হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে। সাধারণ মানুষকে গাছ ভালবাসতে শেখাতেও হাওড়ায় আসেন। সারা বাংলাজুড়ে বীজ সংগ্রহ বা গাছ দেওয়ার নেশায় ছুটে বেড়াচ্ছেন প্রশান্তবাবু। এই প্রসঙ্গে তিনি জানান, চাকরি থেকে অবসরের কয়েক বছর আগে থেকে এই কাজ শুরু। আসলে মানুষ তার ভাল লাগার জন্য কত কী করে। তেমনই আমার ভাললাগার মধ্যে এই গাছ লাগানো। মানুষকে গাছের প্রতি ভালবাসতে শেখানো। প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করে সবুজে ভরিয়ে তোলা লক্ষ্য।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অনেক গাছ বসানোর মত নিজের জমি নেই। তাই মানুষকে গাছ লাগাতে সাহায্য করেন বলে জানান প্রশান্ত মাইতি। সবমিলিয়ে ৩০-৩৫ রকমের বীজ সবসময় তাঁর সংগ্রহে থাকে। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে।
রাকেশ মাইতি