আরও পড়ুন: শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, নজরে রাখতেই হবে যে বিষয়গুলি...
প্রকাশিত হল রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সাড়ে সাত লাখের বেশি পরীক্ষার্থী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিলেন। রেকর্ড দিনের মাথায় আজ এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল (HS Results) প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল (Higher Secondary Result) ঘোষণা করা হল। বেলা ১২টা থেকেই ওয়েবসাইট মারফত ফলাফল জানা যাবে। বেলা ১২টা থেকেই নিউজ18 বাংলার ওয়েবসাইটে news18bangla.com-এ দেখা যাবে রেজাল্ট ৷ টাইপ করুন রোল-নম্বর এবং জেনে নিন রেজাল্ট (HS Result Merit List) ৷
advertisement
২০২০ সালে করোনা ভাইরাসের (Coronavirus) প্রকোপে উচ্চমাধ্যমিক পরীক্ষা অসমাপ্ত ছিল। কয়েকটি বিষয়ের পরীক্ষা বাকি রেখেই লকডাউন ঘোষণা করা হয়। পরে একাদশ শ্রেণির ফলাফলের সঙ্গে প্রাপ্ত নম্বর যোগ করে ফলাফল প্রকাশ করেছিল সংসদ। ২০২১ সালে অনলাইন পরীক্ষা হয়। সেই অর্থে ২ বছর পর অফলাইন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হল। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ২০হাজার ৮৬২। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা প্রায় ৬৫,৪৮৬ বেশি। তাদের পাশের হারও ছাত্রদের তুলনায় বেশি। এবছর নিজেদের স্কুলে বসে প্রথমবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে ছাত্রছাত্রীরা। তাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে গোটা পরীক্ষা। তবে আগামী বছরে পূর্ণাঙ্গ সিলেবাসেই হবে পরীক্ষা। হোম সেন্টারে আর পরীক্ষা নয় আগামী বছর। এমনটাই জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রনীতের সাফল্যে উচ্ছ্বসিত অরঙ্গাবাদ হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী।