আরও পড়ুনঃ হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া! শীত শুরুর ‘দিনক্ষণ’ জানিয়ে দিল হাওয়া অফিস! আবহাওয়ার বিশাল আপডেট
তিনজন বন্ধু মিলে ঝাড়গ্রাম শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালবাজার গ্রাম অর্থাৎ খোঁয়াব গাঁ সংলগ্ন সাড়ে চার বিঘা জমির উপর তৈরি করেছে একটি হোম-স্টে। নাম দেওয়া হয়েছে বনভূমি হোম-স্টে। শান্ত এবং মনোরম পরিবেশের মধ্যে নানা সাজসজ্জার মধ্য দিয়ে সাজিয়ে তোলা হয়েছে হোম+স্টেটিকে। রয়েছে সেলফি জোন, রয়েছে প্রজাপতি পার্ক যেখানে সব সময় ঘুরে বেড়াচ্ছে কয়েক হাজার প্রজাপতি। হোম-স্টের পাশেই রয়েছে ঝাড়গ্রামের রাজাদের পুরানো রাজাবাঁধ যা অনেকের কাছে কেঁচন্দাবাঁধ নামে পরিচিত। এই হোম-স্টে তে থাকার পাশাপাশি বিকেল বেলায় কেচন্দাবাঁধ ও কেচন্দা বাঁধের সংলগ্ন শাল জঙ্গলে ঘুরে দিব্যি সময় কাটানো যেতে পারে।
advertisement
কলকাতা থেকে খুব একটা দূরে নয় কাছেই রয়েছে বনভূমি হোম-স্টে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে আসতে হবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে নেমে টোটোতে করে লালবাজার বা খোঁয়ান গাঁ ১০ মিনিটের পথ। সোনাঝুরি বাগানের বুক কিরে লাল মোরাম রাস্তা ধরে পৌঁছে যাওয়া যাবে বনভূমি হোমস্টেতে। ঝাড়গ্রাম শহরের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে বিকেল বেলায় বেড়ানোর এখন সেরা ঠিকানা হয়ে উঠেছে এই হোমস্টের পরিবেশটি। বিকেল বেলায় এখানে চা ,কফির পাশাপাশি পাওয়া যায় নানা রকমের মুখরোচক স্ন্যাকস। ফলে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোরও এটি একটি সেরা ডিস্টিনেশন।
আরও পড়ুনঃ সইফ-অভিষেককে টক্কর দিতেন, কাল হল এই ‘পাঁচ’ ভুল! এখন হিরো থেকে জিরো, কে জানেন?
বাইরে থেকে বেড়াতে এসে যদি এই হোমস্টেতে রাত্রীযাপন করার পরিকল্পনা থাকে তাহলে পর্যটকরা অগ্রিম ও বুকিং করে নিতে পারেন। এই হোমস্টে তে রয়েছে চারটি বিলাসবহুল কটেজ। দুটি ডাবল বেডের নাম দেওয়া হয়েছে মহুল ও শিমুল এছাড়াও রয়েছে দুটি সিঙ্গেল বেডের কটেজ সেই গুলির নাম রাখা হয়েছে শাল এবং পলাশ। তাই যারা বুকিং করতে চান তাদের জন্য বুকিং নাম্বারটি হল 9734845570 /7866982112 ।
বুদ্ধদেব বেরা