Bollywood Actor: সইফ-অভিষেককে টক্কর দিতেন, কাল হল এই 'পাঁচ' ভুল! এখন হিরো থেকে জিরো, কে জানেন?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bollywood Actor: বিবেক ওবেরয়(Vivek Oberoi) ২০০০-এর দশকে অনেক দুর্দান্ত ছবি করেছিলেন। এর মধ্যে রয়েছে 'কোম্পানি', 'শুটআউট অ্যাড ওয়াদালা', 'সাথিয়া'। কিন্তু এর পর ক্রমাগত তাঁর ছবি ফ্লপ হয়। এর কারণ ছিল তার চলচ্চিত্র নির্বাচন ভাল ছিল না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিবেক ওবেরয়, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ব্লকবাস্টার ছবি 'ওম শান্তি ওম' প্রত্যাখ্যান করেছিলেন। এই ছবিতে তিনি ভিলেনের ভূমিকায় অভিনয়ের অফার পেয়েছিলেন, যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং অর্জুন রামপাল এতে অভিনয় করেছিলেন। এই ভূমিকার ভিত্তিতেই শাহরুখের সঙ্গে 'রা.ওয়ান'-এ কাজ করেন অর্জুন। এতেও তিনি ভিলেন হয়েছিলেন।
advertisement