TRENDING:

Pradhan Mantri Awas Yojana: আবাসের ঘর না পেয়ে প্রধানকে মারধর, মারাত্মক অবস্থা ভগবানগোলায়

Last Updated:

Pradhan Mantri Awas Yojana: বৃহস্পতিবার দুপুরে দেওয়ানসরাই পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ শুরু হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভগবানগোলা:  ভগবানগোলা ২ নম্বর ব্লকের আমডহরা গ্রাম পঞ্চায়েতের বাইরে আবাস যোজনায় দুর্নীতির আবাস যোজনার তালিকায় নাম না থাকায় প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের মারধর করার অভিযোগ উঠল উপভোক্তাদের বিরুদ্ধে। অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাটি লালাগোলার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতে। প্রধান সহ ৪জন আহত। গ্রামবাসীদের অভিযোগ কোনোরকম সার্ভে না করেই তালিকা তৈরি করা হয়েছে। তার ফলে আসল গরীব মানুষের নাম উঠেনি তালিকায়। এর বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে দেওয়ানসরাই পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।
অব্যাহত বিক্ষোভ
অব্যাহত বিক্ষোভ
advertisement

প্রধান সন্ধ্যারানী দে-র ঘরে ঢুকে মারধর করে বলে অভিযোগ। লালগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামলায়। আবাস যোজনার তালিকায় নাম না থাকায় উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা। ঘর না পেয়ে সমস্ত পঞ্চায়েতে বিক্ষোভ দেখাচ্ছে উপভোক্তারা। আবাস যোজনার তালিকায় নাম না থাকায় প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের মারধর করার অভিযোগ উঠল উপভোক্তাদের বিরুদ্ধে। অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাটি লালাগোলার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতে। ঘটনায় প্রধান সহ ৪জন আহত। গ্রামবাসীদের অভিযোগ কোনও রকম সার্ভে না করেই তালিকা তৈরি করা হয়েছে। তার ফালে আসল গরীব মানুষের নাম উঠেনি তালিকায়।

advertisement

আরও পড়ুন: বিরোধী দলনেতার সভা দেখে তৃণমূলের ভয়! শুভেন্দুর দাবিতে তুমুল শোরগোল

এর বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে দেওয়ানসরাই পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রধান সন্ধ্যারানী দে-র ঘরে ঢুকে মারধর করে বলে অভিযোগ। লালগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি। সামলায়। গ্রামবাসীদের অভিযোগ আগের তালিকায় নাম থাকলেও কোনোরকম সার্ভে না করেই তালিকা তৈরি করা হয়েছে। তার ফলে আসল গরীব মানুষের নাম উঠেনি তালিকায়। তঅভিযোগকারী বদরুদ্দিন সেখ বলেন, ''প্রধানকে ২০ হাজার টাকা কাটমানি না পাবে। কিন্তু তারপরেও গ্রামবাসীরা এইভাবে আমার উপর চড়াও হয়। আমি থানায় অভিযোগ জানাবা দেওয়ায় তালিকা থেকে আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।''

advertisement

আরও পড়ুন: শোভনদেবের ফোন ধরবেন না শুভেন্দু, দাবি আদায়ে দিল্লিতে একাই লড়বে তৃণমূল!

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

প্রধান সন্ধ্যারানী দে বলেন, ''তালিকা অনুযায়ী সার্ভে করা হয়েছে। যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তারা ঘরঅভিযোগ তুলে বিক্ষোভ উপভোক্তাদের।'' বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীরা গ্রাম পঞ্চায়েতের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে। এলাকাবাসীদের অভিযোগ যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং যাদের দোতলা তিনতলা বাড়ি রয়েছে তাদের নাম তালিকায় রয়েছে। বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে রানিতলা থানার পুলি ঘনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pradhan Mantri Awas Yojana: আবাসের ঘর না পেয়ে প্রধানকে মারধর, মারাত্মক অবস্থা ভগবানগোলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল