TRENDING:

Potato Price: আবহাওয়ার খামখেয়ালীপনায় আলুর দাম হতে পারে আকাশছোঁয়া, আতঙ্কিত কৃষকরা

Last Updated:

Potato Price: কীভাবে চাষ বাঁচানো যাবে তা নিয়ে চিন্তিত কৃষকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান  : আলু চাষে ধসা রোগের প্রকোপ দেখা দেওয়ায় চিন্তিত রাজ্যের শস্যভাণ্ডার হিসেবে পরিচিতি পূর্ব বর্ধমান জেলার কৃষকরা। এই জেলার মেমারি, জামালপুর, শক্তিগড়-সহ কালনা মহকুমার অনেক জমিতেই ধসা রোগ দেখা দিয়েছে। কীভাবে চাষ বাঁচানো যাবে তা নিয়ে চিন্তিত কৃষকরা। তাঁদের মতে, মাঝে দুদিন এক রকম গরম পড়ে গিয়েছিল। সেই সঙ্গে টানা কয়েক দিন কুয়াশার দাপট চলে। সেই কারণেই এই ধসা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর জেরে ফলন মার খাবে বলে আশঙ্কা করছেন তাঁরা।
ফলন মার খাবে বলে আশঙ্কা করছেন তাঁরা।
ফলন মার খাবে বলে আশঙ্কা করছেন তাঁরা।
advertisement

দিনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে অনেকটাই। তার উপর বৃষ্টি নেই। জমিতে জল টান দেখা দিচ্ছে। ঠিক সেই সময় দেখা দিয়েছে ধসা রোগ। কৃষকরা বলছেন, ধসা রোগে গাছ জ্বলে যাচ্ছে। এর ফলে সময়ের আগেই গাছ মরে যাবে। ফলন অনেক কম হবে। মেমারির সাতগেছিয়া, পাহাড়হাটি, জামালপুর-সহ বিভিন্ন এলাকায় আলু জমি ধসা রোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্যান্য ব্লকেও কম বেশি আক্রমণ দেখা দিয়েছে।

advertisement

আরও পড়ুন :  অতীতে বলিউড কাঁপানো নায়ক আজ সুফী সাধক! দেখুন তো চিনতে পারেন কি না

চাষিরা বলেন, " আর কয়েক দিনের মধ্যেই আলু উঠতে শুরু করবে। সাত আটদিন এখনও সময় লাগবে। এই সময় আলু বড় হয়। কিন্তু ধসার আক্রমণে আলু বাড়ছে না। এর ফলে জমি থেকে তড়িঘড়ি আলু তুলে নিতে হবে। এখন আলু গাছ শুকিয়ে যাচ্ছে। পাতা ঝরে যাচ্ছে।  এমনিতে এবছর আবহাওয়া আলু চাষের অনুকূল ছিল। কিন্তু মাঝে কিছুদিন গরম পড়ে গিয়েছিল। সেই সঙ্গে চলেছে  কুয়াশার দাপট। সেই কারণে শেষ মুহূর্তে ধসার আক্রমণ দেখা দিয়েছে।"

advertisement

আরও পড়ুন :  ১ লিটার দুধের প্যাকেট ২১০ পাক রুপি, ১ কেজি চিকেন ছুঁয়েছে ৭৮০ পাক রুপি, খাবারের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানবাসীর

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৃষি দফতর জানিয়েছে, আলু চাষে ধসা রোগ দেখা দিয়েছে বলে কিছু এলাকা থেকে খবর পাওয়া গিয়েছে। এ ব্যাপারে আলু উৎপাদক ব্লকগুলি থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। চাষিরা ক্ষতিপূরণ পাবেন। তবে তার আগে কৃষিদপ্তরের আধিকারিকরা জমি পরিদর্শন করবেন। বিমা সংস্থার আধিকারিকরাও ক্ষতির পরিমাণ দেখবেন। তার পরেই বিমার টাকা দেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Potato Price: আবহাওয়ার খামখেয়ালীপনায় আলুর দাম হতে পারে আকাশছোঁয়া, আতঙ্কিত কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল