বেশ কিছুদিন ধরেই গোটা দিনব্যাপী আকাশের মুখ ভার! জেলা জুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। অকাল বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তনের জেরে সমস্যায় রয়েছেন জেলার কৃষকরা। একদিকে এখন মাঠে ধান তোলার কাজ চলছে। জোরকদমে শুরু হয়েছে আলু বসানোর কাজ। আবহাওয়ার পরিবর্তনের জেরে আলুচাষের কাজ ব্যাহত হয়েছে।
advertisement
পাশাপাশি বৃষ্টি বাড়লে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আলু চাষিরা। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। রোদের দেখা মেলেনি। দুপুরে কালো মেঘে ঢেকে যায় চারিদিক। দুপুরে নাগাদ শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। এরপর ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে এলাকা।
চাষিদের দাবি, এবার অনেক দাম দিয়ে আলু বীজ কিনতে হয়েছে। সারের দামও চড়া। এত খরচ করে চাষ করতে গিয়ে ধারদেনা হয়ে গেছে। এরপর বৃষ্টি হলে চাষিদের অবস্থা শোচনীয় হয়ে যাবে। যদিও কৃষি অধিকর্তা বলেন, বৃষ্টি বাড়লে চাষের ক্ষয়ক্ষতি হবে। বেশি বৃষ্টি হলে জমি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাপ করা হবে। সরকার চাষিদের পাশে আছে।
Rahee Halder