পুরুলিয়ার সাঁতুড়ির প্রত্যন্ত তালবেড়িয়া গ্রামের পোস্টমাস্টার অরূপ শান্তিকারী। আজ পর্যন্ত তিনি পুরুলিয়ার লোকসংস্কৃতি নিয়ে দশটিরও বেশি বই রচনা করেছেন। প্রতিটি বই যেন একেকটি দলিল, যেখানে পুরুলিয়ার ইতিহাস, সংস্কৃতি ও জনজীবনের নিখুঁত প্রতিচ্ছবি ধরা পড়েছে।
আরও পড়ুন : ভয়ঙ্কর দৌরাত্ম্যের শেষ! খাঁচা পাতার তিন ঘণ্টার মধ্যেই ফাঁদে চিতা
advertisement
লোকগাথা, লোকনাট্য, পালা, ছড়া, এবং নানা প্রাচীন প্রথা, যা আধুনিকতার চাপে বিস্মৃতপ্রায়, সেগুলি আজ যেন তাঁর কলমে ফিরে পেয়েছে এক নতুন জীবন। তাঁর লেখার মধ্য দিয়ে যেন পুরুলিয়ার হারানো সুরেরা আবার জেগে উঠতে শুরু করেছে। তার এই অনন্য কাজ শুধু সাহিত্যিক ক্ষেত্রেই নয়, গবেষণা ও সংরক্ষণের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অরূপ শান্তিকারীর নিরলস প্রচেষ্টা প্রমাণ করে, সংস্কৃতিকে ভালবাসা মানে কেবল অতীতকে স্মরণ করা নয়, বরং সেই অতীতকে ভবিষ্যতের হাতে তুলে দেওয়ার এক গভীর ও সৎ প্রয়াস। অরূপ বাবুর নিঃস্বার্থ সাধনার জন্য, তিনি আজ শুধুমাত্র পুরুলিয়ার গর্ব নন, তিনি হয়ে উঠেছেন বাংলার লোকসংস্কৃতির এক অন্যতম শ্রেষ্ঠ প্রহরী।