আরও পড়ুন: বাঁকুড়ায় চাঁদের হাট, দেশের সেরা বিজ্ঞানীদের নিয়ে আন্তর্জাতিক সেমিনার
ময়ূর বংশীয় রাজাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল তাম্রলিপ্ত রাজ পরিবার। এই রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় দীর্ঘ সময় ধরে হয়ে আসছে তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা। এবার এই মেলা বিশেষ স্বীকৃতি লাভ করল ভারতীয় ডাক বিভাগ থেকে। ভারতীয় ডাক বিভাগের তমলুক হেড পোস্ট অফিস থেকে এই মেলার নামাঙ্কিত পোস্টাল কভার বা খাম চালু করা হয়েছে। পূর্ব মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন রাজবাড়ি তাম্রলিপ্ত রাজবাড়ি। রাজবাড়ির ইটের পাঁজরে লেখা বহু সময়ের ইতিহাস। আগেই হেরিটেজ স্বীকৃতি পেয়েছে এই রাজবাড়ি।
advertisement
ইতিহাসের পাতা উল্টোলে জানা যায়, রাজ বংশের ৩৫ তম রাজা শ্রী লক্ষ্মী নারায়ণ রায় আজ থেকে প্রায় ৯৭৩ বছর আগে একটি মেলা চালু করেন। তবে ব্রিটিশ শাসনের কারণে সেই মেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় কমিটি গড়ে ওই মেলা ১৯৯৮ সালে তাম্রলিপ্ত জনসাস্থ্য, কৃষি, কুটির শিল্প মেলা তমলুক, নামে নতুন শুরু হয়। প্রতিবছর ডিসেম্বর মাসের শেষ লগ্নে রাজবাড়ির ময়দানে বসে এই মেলার আসর। বর্তমানে এই মেলার একটি নির্দিষ্ট কমিটি রয়েছে। কমিটির প্রধান রাজ পরিবারের বংশধর তথা তাম্রলিপ্ত পুরসভার পুরপ্রধান ডঃ দীপেন্দ্র নারায়ণ রায়। সেই প্রাচীন মেলাকেই বিশেষভাবে স্বীকৃতি দিল ভারতীয় ডাক বিভাগ দফতর।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তমলুক শহরের একটি সভাঘরে পশ্চিমবঙ্গ সার্কেলের তমলুক হেড পোস্ট অফিসের পক্ষ থেকে স্পেশাল কভারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সার্কেলের জেনারেল পোস্টমাস্টার শশী শালিনি কুজুর।
সৈকত শী